Minakshi Mukherjee: ধর্ষণ কাকে বলে, ব্যাখ্যা দিলেন মীনাক্ষী…

Burdwan: বর্ধমানে এক কর্মসূচিতে গিয়ে মীনাক্ষী বলেন, "ধর্ষণ মানে কী হয়? মেডিক্যালি ও ফিজিক্যালি যে টার্মগুলো আছে, শুধু সেটাই ধর্ষণ? কার বাড়িতে দেখতে ভাল মেয়ে বউ আছে, পার্টির ছেলেরা আগে এসে দেখে যাবে সেটা ধর্ষণ নয়? রাত ১২টায় ডেকে পাঠাবে সেটা ধর্ষণ নয়? যেতে না চাইলে বাড়ির লোকজনকে পেটাবে সেটা ধর্ষণ নয়? গোটা সন্দেশখালির যাঁরা হাতে লাঠি ঝাঁটা নিয়ে ছিল, তাঁরা প্রত্যেকে...। মেডিক্যাল টার্ম যদি কেউ ধরতে চায় আলাদা।"

Minakshi Mukherjee: ধর্ষণ কাকে বলে, ব্যাখ্যা দিলেন মীনাক্ষী...
মীনাক্ষী মুখোপাধ্যায়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 25, 2024 | 9:45 PM

সন্দেশখালি: সন্দেশখালিতে শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। গণধর্ষণের মতো সাংঘাতিক অভিযোগ রয়েছে শিবু, উত্তমদের নামে। গোপন জবানবন্দি পর্যন্ত দিয়েছেন নির্যাতিতা। তারপরও শাসক-শিবির তা মানতে নারাজ। রবিবারও পার্থ ভৌমিক বলেছেন, “মেয়েদের উপর পাশবিক অত্যাচার যে বলা হচ্ছিল, সেটা যে সর্বৈব মিথ্যা তা প্রমাণ হয়ে গিয়েছে। একজনও এসে বলেননি আমার উপর শারীরিক অত্যাচার হয়েছে।” রাজ্যের শাসকদল যখন এমন দাবিতে অনড়, তখন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় শেখালেন ধর্ষণ কাকে বলে।

সন্দেশখালি নিয়ে এই মুহূর্তে শুধু রাজ্য নয়, গোটা দেশে আলোড়ন পড়ে গিয়েছে। শাসকদলের একের পর এক নেতার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ সামনে এনে মাঠে নেমেছেন গ্রামের মহিলারা। হাতে ঝাঁটা, বাঁশ, লাঠি। তাঁদের দাবি, দিনের পর দিন তাঁরা শরীরে মনে নির্যাতিত হয়েছেন। এবার তার কড়া শাস্তি চাই। তাঁরা অভিযোগ তুলেছেন, মেয়ে-বউদের রাতের পর রাত পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হত। সেখানে অকথ্য অত্যাচার চলত। ভয়ে মুখ খুলতে পারেননি কেউ।

বর্ধমানে এক কর্মসূচিতে গিয়ে মীনাক্ষী বলেন, “ধর্ষণ মানে কী হয়? মেডিক্যালি ও ফিজিক্যালি যে টার্মগুলো আছে, শুধু সেটাই ধর্ষণ? কার বাড়িতে দেখতে ভাল মেয়ে বউ আছে, পার্টির ছেলেরা আগে এসে দেখে যাবে সেটা ধর্ষণ নয়? রাত ১২টায় ডেকে পাঠাবে সেটা ধর্ষণ নয়? যেতে না চাইলে বাড়ির লোকজনকে পেটাবে সেটা ধর্ষণ নয়? গোটা সন্দেশখালির যাঁরা হাতে লাঠি ঝাঁটা নিয়ে ছিল, তাঁরা প্রত্যেকে…। মেডিক্যাল টার্ম যদি কেউ ধরতে চায় আলাদা। কিন্তু গোটা সন্দেশখালি, গোটা রাজ্যকে ধর্ষণ করেছে এ রাজ্যের সরকার।”