Bardhaman Station : দিনভর বন্ধ বর্ধমান স্টেশন, ভরসা শক্তিগড়, কীভাবে আপনার গন্তব্যে পৌঁছাবেন জেনে নিন

Bardhaman Station : গত এক বছর ধরে থার্ড লাইন ও ইন্টারলকিংয়ের কাজ চলায় দফায় দফায় ব্লক এবং ট্রেন বাতিলের ঘটনা ঘটেছে হাওড়া-বর্ধমান শাখায়। মেন-কর্ড দুই লাইনে ভোগান্তি বেড়েছে যাত্রীদের।

Bardhaman Station : দিনভর বন্ধ বর্ধমান স্টেশন, ভরসা শক্তিগড়, কীভাবে আপনার গন্তব্যে পৌঁছাবেন জেনে নিন
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2023 | 12:29 PM

বর্ধমান : বর্ধমান স্টেশনের (Bardhaman Station) কাছে ভেঙে ফেলা হচ্ছে পুরনো ওভারব্রিজ। আর সে কারণেই রবিবার দিনভর বন্ধ থাকছে গোটা স্টেশন। যার জেরে হাওড়া-বর্ধমান, বর্ধমান-ব্যান্ডেল, বর্ধমান-আসানসোল ও বর্ধমান-রামপুরহাট শাখায় সমস্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকছে। বন্ধ থাকছে কিছু এক্সপ্রেস ট্রেনও। ঘুরপথে চলছে কিছু দূরপাল্লার ট্রেন। এদিকে সপ্তাহের শেষে আচমকা ট্রেন বন্ধের খবর উদ্বেগ বেড়েছে নিত্যযাত্রীদের। এমনকী ট্রেন যে বন্ধ থাকছে সেই খবরও ছিল না অনেকের কাছে। স্টেশনে আসতেই ট্রেন বন্ধের খবর শুনে বিপাকে পড়েন। এদিন সকালে বর্ধমান থেকে ট্রেন (Train) ধরতে আসেন দেবব্রত চক্রবর্তী। তিনি জানতেনই না আজ দিনভর বন্ধ থাকছে ট্রেন। ক্যামেরার সামনেই উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “ট্রেন ধরব বলে বেরিয়েছিলাম। কিন্তু, লোকাল ট্রেন কিছুই চলছে না বলে শুনছি। আগে থেকে জানতাম না এই খবর। স্টেশনে এসে জানতে পারছি। এখন দেখি বাস ধরতে হবে। আমি গাংপুরের দিকে যাব।”

প্রসঙ্গত, বর্ধমানের পুরনো ওভারব্রিজটির বয়স প্রায় একশো বছরেরও বেশি। বয়সের ভারেই ভাল ছিল না স্বাস্থ্য। সে কারণেই এই ব্রিজকে অনেক আগেই ভারী যান চলাচলের জন্য অনুপযুক্ত ঘোষণা করা হয়েছিল। বিকল্প ব্রিজ নিয়ে অনেক টানাপোড়েন চলতে থাকে। অবশেষে গত তিন বছরের কিছু বেশি সময় আগে একটি অত্যাধুনিক ফ্লাইওভার তৈরি হয় রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে। এই নয়া ব্রিজই কালনা, কাটোয়া, কলকাতা, দুর্গাপুর এবং আসানসোল যাওয়ার রাস্তাগুলিকে যুক্ত করেছে।  প্রসঙ্গত, পুরোনো ব্রিজ ভাঙার কাজ চলায় এমনিতেই প্রতিদিন  বর্ধমান থেকে রেল চলাচলের কাজে বড় ব্যঘাত ঘটছে। তাতে সমস্যা হচ্ছিলই। এবার একেবারে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে নিত্যযাত্রীরা। 

গত এক বছর ধরে থার্ড লাইন ও ইন্টারলকিংয়ের কাজ চলায় দফায় দফায় ব্লক এবং ট্রেন বাতিলের ঘটনা ঘটেছে হাওড়া-বর্ধমান শাখায়। মেন-কর্ড দুই লাইনে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। এবার নতুন এই ঘোষণার ফলে ভোগান্তি যে বাড়বে নিত্যযাত্রীদের। সে আশঙ্কা করাই হচ্ছিল। রবিবার চব্বিশ ঘণ্টা ও আগামী ৯ তারিখ ১৮ ঘণ্টার জন্য বন্ধ থাকছে বর্ধমান স্টেশন। মোটের উপর এই কদিন অনিয়মিতভাবে ট্রেন চলবে বর্ধমান শাখায়। যাত্রীদের সুবিধার্থে এদিন বর্ধমান মেন শাখায় হাওড়া থেকে শক্তিগড় পর্যন্ত ১৩ জোড়া স্পেশ্যাল ট্রেন চলবে। একই ভাবে কর্ড শাখায় মশাগ্রাম পর্যন্ত চলবে ১০ জোড়া স্পেশ্যাল ট্রেন। আসানসোল বর্ধমান রুটে গলসি পর্যন্ত থাকবে স্পেশ্যাল ট্রেন। ট্রেন ধরতে এদিন সকাল থেকেই ভিড় বাড়তে থাকে শক্তিগড় স্টেশনে। সেখানে এসেও উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় বহু যাত্রীকে। 

হাওড়া থেকে বোলপুর যাচ্ছেন নবনীতা সর্দার। হঠাৎ করে ট্রেন বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন তিনিও। রীতিমতো উৎকণ্ঠার সঙ্গে তিনি বলেন, “খুবই অসুবিধা হচ্ছে। আমরা হাওড়া থেকে আসছি। বোলপুর যাব। গণদেবতা এক্সপ্রেসে টিকিট কাটা ছিল। ওটা ক্যানসেল হয়ে গিয়েছে। আমরা ব্যান্ডেল থেকে ব্ল্যাক ডায়মন্ডে চড়ে শক্তিগড়ে এসেছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা করে বোলপুর যাব।” অর্জুন হেমব্রম বলেন, “খুবই অসুবিধা হচ্ছে। বাসে করে এলাম শক্তিগড়ে। এখান থেকেই এবার অন্য ট্রেন ধরব কাজে যাওয়ার জন্য।”