জল্পনা সত্যি করেই তৃণমূলে যোগ প্রাক্তন আইপিএস কর্তা হুমায়ুন কবীরের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ছবিটা পাল্টে যায়। ক্রমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও ঘনিষ্ঠ হয়ে ওঠেন এই আইপিএস অফিসার।

জল্পনা সত্যি করেই তৃণমূলে যোগ প্রাক্তন আইপিএস কর্তা হুমায়ুন কবীরের
হুমায়ুন কবীরের তৃণমূলে যোগদান
Follow Us:
| Updated on: Feb 09, 2021 | 3:51 PM

পূর্ব বর্ধমান: জল্পনা চলছিলই। কালনায় তৃণমূলনেত্রীর সভায় তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর (Humayun Kabir)। কয়েকদিন আগেই চাকরি থেকে ইস্তফা দেন হুমায়ুন। চন্দননগরের পুলিশ কমিশনার পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই তাঁর তৃণমূল যোগ জল্পনা জোরাল হয়ে ওঠে।

মাস তিনেক আগে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের হাত ধরে রাজনীতিতে নাম লিখিয়েছেন হুমায়ুন কবীরের স্ত্রী অনিন্দিতা দাস কবীর। ২০০৩ সালে পশ্চিমবঙ্গ পুলিশে যোগদান করা এই আইপিএস অফিসারকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিশেষ পছন্দ করতেন। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে কুখ্যাত ‘হাত কাটা দিলীপ’কে গ্রেফতার করে প্রশাসনিক মহলে ব্যাপক প্রশংসিত হন তিনি। তবে সে সময় যে সব পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতিত্ব আচরণের অভিযোগ তুলত তৃণমূল, তার মধ্য়ে অন্য়তম ছিলেন এই হুমায়ুন কবীর। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ছবিটা পাল্টে যায়। ক্রমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও ঘনিষ্ঠ হয়ে ওঠেন এই আইপিএস অফিসার।

আরও পড়ুন: দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভাল, কালনার জনসভা থেকে তোপ মমতার

হুমায়ুন যখন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার ছিলেন, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ করতেন অধীর চৌধুরী। তৃণমূলের জেলা সভাপতির মতো আচরণ করছেন এই পুলিশ অফিসার, এমন অভিযোগ করেছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। পরে হুমায়ুন কবীরকে চন্দননগরের পুলিশ কমিশনার করে নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।