CPIM Joining: কৃষকের উন্নয়ন চাই! পঞ্চায়েতের আগে বাম শিবিরে যোগ একাধিক পরিবারের
CPIM Joining: কৃষক পরিবারগুলি যখন সিপিএমের পতাকা হাতে নেয়, তখন উপস্থিত ছিলেন কৃষকসভার নেতা উত্তম ঘোষ। তিনি জানান, কৃষকের জন্য তাঁরা সবসময় লড়াই করেন।
বর্ধমান: পঞ্চায়েত নির্বাচনের আগে দলবদলের ছবি সামনে এসেছে অনেক জায়গায়। কোথাও শাসক দলে ভাঙন, আবার কোথাও শক্ত হয়েছে শাসক দলের হাত। এবার তৃণমূল শিবির ছাড়লেন একাধিক কৃষক পরিবার। সারের দাম সহ একাধিক ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে পূর্ব বর্ধমানে সিপিএম প্রভাবিত কৃষকসভায় যোগ দিয়েছে সেই পরিবারগুলি। পঞ্চায়েত নির্বাচনের মুখে এভাবে শিবির বদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের চকদিঘিতে পঞ্চায়েত এলাকার মণিরামবাটি গ্রামে এই দলবদল দেখা গিয়েছে। বামেদের দাবি, ৯০টি পরিবার অর্থাৎ তিন শতাধিক ভোটার শিবির বদল করেছেন এদিন। কৃষকদের স্বার্থে কথা বলা হয় বলেই কৃষকেরা যোগ দিয়েছেন, এমনটাই দাবি বাম শিবিরের।
কৃষক পরিবারগুলি যখন সিপিএমের পতাকা হাতে নেয়, তখন উপস্থিত ছিলেন কৃষকসভার নেতা উত্তম ঘোষ। তিনি জানান, কৃষকের জন্য তাঁরা সবসময় লড়াই করেন। ফসলের নায্য দাম থেকে সারের মূল্য নিয়েও তাঁরা সরব হয়েছেন বারবার। সে কারণেই বাম কৃষকসভা অনেকেই বেছে নিচ্ছেন বলে মনে করছেন তিনি। উত্তম ঘোষ বলেন, এলাকার মানুষ আমাদের কাছে আবেদন করেছিলেন। তৃণমূল, বিজেপি কেউই কৃষকের স্বার্থ কথা বলে না। শুধু সিপিএম-ই বলবে।
তাপস মালিক নামে এক যোগদানকারী জানান, তিনি চান আরও বেশি উন্নয়ন হোক, যা তৃণমূল শিবিরে সম্ভব হয়নি।