Purbo Bardhaman Accident: অ্যাম্বুল্যান্সকে পাশ কাটাতে গিয়ে পিক আপ ভ্যানের ওপর সটান উঠে পড়ল বাস! ভয়ঙ্কর দুর্ঘটনা

Purbo Bardhaman Accident: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি বাকলসার দিকে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দারা জানান,বর্ধমান থেকে বাকলসাগামী বাসটি ওভারটেক করতে গিয়েই বিপত্তি ঘটে। বাসটি ওভারটেক করার সময় সামনে এসে যায় একটি অ্যাম্বুলেন্স।

Purbo Bardhaman Accident: অ্যাম্বুল্যান্সকে পাশ কাটাতে গিয়ে পিক আপ ভ্যানের ওপর সটান উঠে পড়ল বাস! ভয়ঙ্কর দুর্ঘটনা
দুর্ঘটনাগ্রস্ত বাসImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2023 | 3:19 PM

বর্ধমান: ঝড়ের গতিতে ছুটছিল বাস। উল্টোদিক থেকে আসছিল একটি অ্যাম্বুল্যান্স। তাকে পাঁশ কাটাতে বাঁ দিকে ঘেঁষে গিয়েছিল যাত্রীবাহী বাসটি। আর সামনেই ছিল পিক আপ ভ্যান। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে পিক আপ ভ্যানের ওপরে উঠে যায়। পিক আপ ভ্যানটির অর্ধেকাংশ ঢুকে যায় বাসের নীচে। দৃশ্য দেখলেই শিউরে উঠতে হয়। ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-নবদ্বীপ রোডের দেওয়ানদিঘী থানার শোনপুর এলাকায়। দুর্ঘটনায় এক জন মহিলা যাত্রী ও তাঁর শিশুকন্যা মারাত্মক আহত হয়েছেন। তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি বাকলসার দিকে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দারা জানান,বর্ধমান থেকে বাকলসাগামী বাসটি ওভারটেক করতে গিয়েই বিপত্তি ঘটে। বাসটি ওভারটেক করার সময় সামনে এসে যায় একটি অ্যাম্বুল্যান্স। তখন বাসটি দুর্ঘটনা এড়াতে বাঁদিকে সরতে গেলে সামনে থাকা পিক আপ ভ্যানের ওপর উঠে যায়। পিক-আপ ভ্যানটি পাল্টি খেয়ে পড়ে রাস্তার ধারে থাকা বিদ্যুতের খুঁটিতে। তবে রক্ষার বিষয় বিদ্যুতের খুঁটিটি ভেঙে পড়েনি। যদি তা হত, তাহলে আরও বড় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটত।

স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগান। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ দ্রুত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। ঘাতক বাসের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।