One Arrested: এলাকায় বিরাট রোয়াব! বন্দুক হাতে পাড়া কাঁপিয়ে শ্রীঘরে ঠাঁই হল ‘কচি’র
Burdwan: বর্ধমান শহরের বড় নীলপুর বাজার। সেখানেই থাকেন শেখ রফিকুল ওরফে কচি।
পূর্ব বর্ধমান: ছেলের নাম কচি হলেও ‘দাদাগিরি’তে তিনি সিদ্ধহস্ত, পাড়ার লোকজনের তেমনটাই দাবি। সেই ছেলে সোমবার ভরসন্ধ্যায় হাতে পিস্তল নিয়ে পাড়া কাঁপিয়ে বেড়াচ্ছিলেন বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকার লোকজন খবর দেয় থানায়। বর্ধমান থানার পুলিশ এসে অবশেষে গ্রেফতার করে নিয়ে যায় তাঁকে।
বর্ধমান শহরের বড় নীলপুর বাজার। সেখানেই থাকেন শেখ রফিকুল ওরফে কচি। এলাকাবাসীর একাংশের অভিযোগ, এই কচি প্রায়শই এলাকায় দাদাগিরি করে বেড়ায়। বিরাট রোয়াব তাঁর। একে ওকে হুমকি দেওয়া, এমনকী কারও গায়ে হাত তুলতেও নাকি পিছ না হন না তিনি। কচি তাঁর স্ত্রীকেও নানা সময় মারধর করেন বলে অভিযোগ।
এসবের মধ্যেই সোমবার হঠাৎই বড় নীলপুর বাজার এলাকায় হইচই শুরু হয়ে যায়। কচিকে হাতে বন্দুক উঁচিয়ে ছুটে বেড়াতে দেখেন লোকজন বলে অভিযোগ। সেই বন্দুক একটি কাপড়ে জড়িয়ে এদিন ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। সকলে সেই দৃশ্য দেখে ঘাবড়ে যান। এরপরই থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁকে গ্রেফতারও করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপগান, একটি বেলুন ফাটানোর বন্দুক ও গুলি উদ্ধার হয়েছে। এলাকার বাসিন্দা প্রতিমা দে জানান, বোমা, বন্দুক নিয়ে প্রায়ই ভয় দেখান ওই যুবক। অন্যদিকে অভিযুক্তের আপন ভাই শেখ সফিকুল জানান, কচি প্রায়ই বাড়িতে গোলমাল করেন। সে কারণে সফিকুলরা আলাদা থাকেন। রবিবারও মদ পান করে এসে বাড়িতে ঝামেলা করেন বলে ভাইয়ের অভিযোগ। এলাকার বাসিন্দারা চান নিরাপত্তার স্বার্থে পুলিশ যেন ওই যুবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।