Purbasthali Death: চলন্ত ট্রেনে মুখ বের করে সেলফি তোলার চেষ্টা, পিলারের ধাক্কায় সব শেষ
Purbasthali: ঘটনাটি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী স্টেশন লাগোয়া রেল গেটের কাছে ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম আজাদ শেখ। তিনি পূর্বস্থলীর বাবুইডাঙা এলাকার বাসিন্দা।
পূর্বস্থলী: ইদের আনন্দে বন্ধুদের সঙ্গে ট্রেনে চড়ে ঘুরতে বেরিয়েছিল। তবে অসাবধানতার জন্য চোখের পলকেই চলে গেল প্রাণ। ট্রেনের দরজায় দাঁড়িয়ে মুখ বের করে সেলফি তুলছিল কিশোর। সেই সময় ঘটে যায় দুর্ঘটনা। বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হয় ওই নাবালকের। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনাটি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী স্টেশন লাগোয়া রেল গেটের কাছে ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম আজাদ শেখ। তিনি পূর্বস্থলীর বাবুইডাঙা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, আজ বেলা দেড়টা নাগাদ ইদের জন্য কয়েকজন বন্ধু সমেত আজাদ ট্রেনে চড়ে ঘুরতে বেরিয়েছিল। পূর্বস্থলী স্টেশন ঢোকার আগেই চলন্ত ট্রেনের দরজা দিয়ে মুখ বার করে মোবাইলে সেলফি তুলতে যায় সে। তখনই বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে ছিটকে গিয়ে নিচে পড়ে যায়।
সঙ্গে-সঙ্গে ভিড় জমে যায় ঘটনাস্থলে। এলাকাবাসীরা আহত ওই যুবককে রেল লাইন থেকে উদ্ধার করে প্রথমে পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় কালনা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই বিষয়ে মৃতের আত্মীয় জানান, “বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। সেই সময় ট্রেনের হ্যান্ডেল ধরে ঝুলছিল। তখনই আচমকা বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে পড়ে যায় ও। সঙ্গে-সঙ্গে রক্তপাত হয়। ওকে এলাকার লোকজনই উদ্ধার করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে।”