West Bengal Assembly Election 2021 Phase 5: গেরুয়া উত্তরীয় পরেই ঢুকে যাচ্ছিলেন বুথে, বিজেপি প্রার্থীকে বাধা শাসকদলের এজেন্টের

কালনার ব্যায়াম সমিতি প্রাথমিক বিদ্যালয়ের বুথে এ দিন যখন বিশ্বজিৎ ঢুকতে যান তখন তাঁর গলায় ঝুলছিল গেরুয়া উত্তরীয়। সেই দেখে তৃণমূল এজেন্ট তাঁকে বাধা দেন বলে অভিযোগ।

West Bengal Assembly Election 2021 Phase 5: গেরুয়া উত্তরীয় পরেই ঢুকে যাচ্ছিলেন বুথে, বিজেপি প্রার্থীকে বাধা শাসকদলের এজেন্টের
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 17, 2021 | 6:54 PM

পূর্ব বর্ধমান: আপত্তিকর রঙের উত্তরীয় পরায় এ বার এক বিজেপি প্রার্থীকে পোলিং বুথে ঢুকতে বাধা দেওয়া হল। পঞ্চম দফার ভোটে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা শহরে। সূত্রের খবর, এ দিন ভোট চলাকালীন কালনা শহরে ১১ নম্বর ওয়ার্ডের ২০০ নম্বর বুথে আসেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডু। কিন্তু, তিনি গেরুয়া রঙের উত্তরীয় পরে আসায় তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

বিজেপি প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের এজেন্টের বিরুদ্ধে। কালনার ব্যায়াম সমিতি প্রাথমিক বিদ্যালয়ের বুথে এ দিন যখন বিশ্বজিৎ ঢুকতে যান তখন তাঁর গলায় ঝুলছিল গেরুয়া উত্তরীয়। সেই দেখে তৃণমূল এজেন্ট তাঁকে বাধা দেন বলে অভিযোগ। কারণ জানতে চাইলে এজেন্ট প্রতিবাদ করে জানান, দলীয় রঙের উত্তরীয় পরে বুথে ঢোকা যাবে না।

আরও পড়ুন: রাজুকে বোমা ছোড়ায় ‘অভিযুক্ত’ মদনের শ্বাসকষ্ট! আক্রান্ত ও অসুস্থ কামারহাটির দুই প্রতিদ্বন্দ্বী

এই নিয়ে দুই পক্ষে কিছুটা উত্তপ্ত বাদানুবাদ হয়। তৃণমূল ত্যাগী বর্তমান এই বিজেপি প্রার্থী পালটা বলেন, ”বাধা দেওয়ার হলে পুলিশ প্রশাসন বাধা দেবে, আপনি বাধা দেওয়ার কে?” এই নিয়ে বেশ কিছুক্ষণ তর্ক চলার পর শেষ পর্যন্ত উত্তরীয় খুলেই বুথে প্রবেশ করেন বিশ্বজিৎ কুণ্ডু। প্রসঙ্গত, টেট কেলেঙ্কারিতে নাম জড়িয়ে যাওয়া তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু গত জানুয়ারি মাসেই বিজেপিতে যোগ দেন। তারপরই তাঁকে কালনা আসনে প্রার্থী করে দল।

আরও পড়ুন: গয়েশপুরে তৃণমূলের ‘বোমাবাজি’, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে দুই বিজেপি কর্মী