TMC Win: শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে সমবায়ের ভোটে জয়ী তৃণমূল, ঝুলি শূন্য গেরুয়াশিবিরের

Nandigram: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে কেন এই ছবি? তার উত্তর খুঁজতে পর্যালোচনা শুরু হয়েছে বিজেপি-র অন্দরে।

TMC Win: শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে সমবায়ের ভোটে জয়ী তৃণমূল, ঝুলি শূন্য গেরুয়াশিবিরের
জয়ের পর তৃণমূলের উচ্ছ্বাস
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2022 | 9:48 PM

নন্দীগ্রাম: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে হার বিজেপির। জমি আন্দোলনের মাধ্যমে সারা দেশের নজরে এসেছিল নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম কেন্দ্র থেকেই মমতাকে হারিয়ে বিধায়ক হয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানকার সমবায়ের ভোটে গেরুয়শিবিরের ঝুলি শূন্য। নন্দীগ্রামে সমবায় সমিতির ভোটে ব্যাপক সাফল্য পেয়েছে তৃণমূল। বড় ব্যবধানে জিতে পুনরায় সমবায় পরিচালন কমিটির ক্ষমতা ধরে রাখল রাজ্যের শাসকদল। সমবায়ের ৫২টি আসনের মধ্যে ৫১টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। একটি আসনে জয়ী হয়েছেন বাম সমর্থিত প্রার্থী। আর বিজেপি-র ঝুলি শূন্য!

রবিবার ছিল নন্দীগ্রাম ২ ব্লকের বিরুলিয়া গ্রাম-পঞ্চায়েতের হানুভুঁইয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন। ৫২টি আসনের মধ্যে মনোনয়ন পর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি আসনে জিতেছিলেন তৃণমূল সমর্থিত প্রার্থী। বাকি ৫১টি আসনের ভোটে তৃণমূল সমর্থিত ৫১ জন প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বিজেপি সমর্থিত ৪০ জন এবং সিপিএম সমর্থিত ২৯ জন প্রার্থী। নির্বাচনে আড়াই হাজার ভোটারের মধ্যে ৯০ শতাংশ ভোট পড়েছিল। নির্বাচন ঘিরে সকাল থেকেই ছিল রীতিমতো টানটান উত্তেজনা ছিল সেখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। ভোট শেষে বিকেলে গণনায় দেখা যায় ৫০টি আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। আর একটি আসনে জয়ী বাম সমর্থিত প্রার্থী।

এই জয়ের পর তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্র বলেছেন, “নন্দীগ্রামে বিজেপি-র পায়ের তলা থেকে যে মাটি সরছে, সমবায় নির্বাচনের এই ফল তার প্রমাণ। এর মধ্য দিয়ে নন্দীগ্রাম থেকে বিজেপি উৎখাত প্রক্রিয়া শুরু হল। এলাকার অন্যান্য সমবায়-সহ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জয়ী হতে থাকবে তৃণমূল।“ নন্দীগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মহাদেব বাগ বলেছেন, “বিধানসভা নির্বাচনে বিরুলিয়া অঞ্চলে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিল বিজেপি। বিজেপির হাত ধরার অভিজ্ঞতা হয়েছে মানুষের। তাই সমবায়ের উন্নয়নের জন্য তৃণমূলেই আস্থা রেখেছেন তাঁরা। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছেন।“

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে কেন এই ছবি? তার উত্তর খুঁজতে পর্যালোচনা শুরু হয়েছে বিজেপি-র অন্দরে। এলাকার নেতারা পরাজয়ের পর মুখে কুলুপ এঁটেছেন। নিজেদের ব্যর্থতা ঢাকতে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগও তুলেছেন বিজেপি নেতৃত্ব। তমলুক সাংগঠনিক জেলা বিজেপি-র সভাপতি তপন ব্যানার্জির দাবি, “চাপা সন্ত্রাসের মুখে ভোট দিয়েছেন মানুষ।“