Mamata Banerjee: ‘৩ ঘণ্টা লোডশেডিং কেন?’, নন্দীগ্রামের ফলাফল নিয়ে ফের প্রশ্ন মমতার; জবাব শুভেন্দুর
Mamata Banerjee: মঙ্গলবার দুপুরের সভা থেকে নাম না করে অধিকারী পরিবারকে আক্রমণ শানান মমতা। একাধিক ইস্যুতে মুখ খোলার পাশাপাশি পুনরায় নন্দীগ্রামের ফলাফলের কারচুপি নিয়ে কটাক্ষ করেন।
দিঘা: পূর্ব মেদিনীপুরের দিঘার সভা থেকে ফের একুশের নির্বাচনের কথা উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। নন্দীগ্রামে ভোটের ফলাফল নিয়ে আবারও মুখ খুললেন তিনি। প্রশ্ন তুললেন লোডশেডিং নিয়ে। বললেন, “তিন ঘণ্টা কেন লোডশেডিং হয়েছিল?”
মঙ্গলবার দুপুরের সভা থেকে নাম না করে অধিকারী পরিবারকে আক্রমণ শানান মমতা। একাধিক ইস্যুতে মুখ খোলার পাশাপাশি পুনরায় নন্দীগ্রামের ফলাফল নিয়ে কটাক্ষ করেন। বলেন, “দিদি ও দিদি বলে গেল। বলল আপকি বার ২০০ পার। যখন পেল না তখন কী করল? তখন নন্দীগ্রাম লুঠ করল। যে কটা সিট পেয়েছে তা লুঠ করে। আগামীতে বিচার হবে।” একই সঙ্গে বলেন, “আমি আদালতে গিয়েছি। প্রমাণ করতে চাই তিন ঘণ্টা কেন লোডশেডিং হয়েছিল?”
এখানেই শেষ নয়। এ দিনের সভা থেকে মমতা মনে করান তাঁর একুশের ভোটের সময় তাঁর পায়ে ব্যথা লাগার ঘটনা। বলেন, “নন্দীগ্রামে নির্বাচনের সময় আমার পা ভেঙে গিয়েছিল। এখনও আমার বাঁ পা ফোলা রয়েছে। সেই দিন আমার মাথা ব্যথা করছিল। য্ন্ত্রণা হচ্ছিল। কলকাতায় যেতে হত। নয়ত হার্ট অ্যাটাক হতে পারত। যাতে প্রচারে যেতে না পারি সেই কারণে এই সব করেছিল। কিন্তু ওরা আমায় চেনে না। ওরা বুনো ওল হলে আমিও কচু। আমি হুইল চেয়ারে বেরলাম। সেই সময় পুলিশের ভাই-বোনরা সাহায্য করে।”
তৃণমূল সুপ্রিমোর মন্তব্যের জবাব দিতে দেরি করেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “প্রমাণ করুন উনি। মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রকে ৫ লক্ষ টাকা ফাইনও দিয়েছেন। বড়-বড় কথা না বলে প্রমাণ করুন।”