Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: এখনই জানুন, একটু হলেই ভেস্তে যেতে পারে সপ্তাহান্তে দিঘা যাওয়ার প্ল্যান

Digha: শনিবার রাতে ১১৬বি জাতীয় সড়কে দিঘা তমলুক রেল লাইনের মগরাজপুর লেভেল ক্রসিং ৮ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

| Edited By: | Updated on: Nov 11, 2022 | 1:49 PM
সপ্তাহান্তে ছুটির ডেস্টিনেশান দিঘা হলে বিপাকে পড়তে পারেন পর্যটকরা। আগামী শনিবার রাতে নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়ক ধরে গেলে ভোগান্তি হবে।

সপ্তাহান্তে ছুটির ডেস্টিনেশান দিঘা হলে বিপাকে পড়তে পারেন পর্যটকরা। আগামী শনিবার রাতে নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়ক ধরে গেলে ভোগান্তি হবে।

1 / 5
শনিবার রাতে ১১৬বি জাতীয় সড়কে দিঘা তমলুক রেল লাইনের মগরাজপুর লেভেল ক্রসিং ৮ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তারই আগাম সতর্কতা হিসেবে ওই লেভেল ক্রসিংয়ের পাশেই বিজ্ঞপ্তি জারি করে বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।

শনিবার রাতে ১১৬বি জাতীয় সড়কে দিঘা তমলুক রেল লাইনের মগরাজপুর লেভেল ক্রসিং ৮ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তারই আগাম সতর্কতা হিসেবে ওই লেভেল ক্রসিংয়ের পাশেই বিজ্ঞপ্তি জারি করে বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।

2 / 5
বোর্ডে স্পষ্ট করা হয়েছে, ওই দিন রাতে কোনও ভাবেই আপনি ১১৬বি ধরে যাতায়াত করতে পারবেন না। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাতে মগরাজপুর রেল ক্রসিংয়ের ওপর এল.সি.গেট ১০ সংলগ্ন ওভারব্রিজের স্টিল গার্ডার স্থাপন করা হবে।

বোর্ডে স্পষ্ট করা হয়েছে, ওই দিন রাতে কোনও ভাবেই আপনি ১১৬বি ধরে যাতায়াত করতে পারবেন না। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাতে মগরাজপুর রেল ক্রসিংয়ের ওপর এল.সি.গেট ১০ সংলগ্ন ওভারব্রিজের স্টিল গার্ডার স্থাপন করা হবে।

3 / 5
এই কাজের জন্য ১১৬বি জাতীয় সড়কের উভয়দিকে গাড়ি যাতায়াত পুরোপুরি বন্ধ থাকবে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী যান চলাচল বন্ধ থাকবে শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত। তবে এই সময় ৬নং জাতীয় সড়কের কোলাঘাট-খড়্গপুর-ভায়া এগরা রুট ধরে দিঘা যাতায়াত করার বিকল্প রাস্তাটি খোলা থাকছে।

এই কাজের জন্য ১১৬বি জাতীয় সড়কের উভয়দিকে গাড়ি যাতায়াত পুরোপুরি বন্ধ থাকবে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী যান চলাচল বন্ধ থাকবে শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত। তবে এই সময় ৬নং জাতীয় সড়কের কোলাঘাট-খড়্গপুর-ভায়া এগরা রুট ধরে দিঘা যাতায়াত করার বিকল্প রাস্তাটি খোলা থাকছে।

4 / 5
সপ্তাহান্তে কলকাতার বাসিন্দাদের অনেকেরই ডেস্টিনেশন থাকে দিঘা-মন্দারমণি। কলকাতা থেকে অন্যান্য পর্যটনকেন্দ্রগুলির থেকে তুলনামূলক কাছে হওয়ার জন্য দিঘাকেই অনেকে বেছে নেন, সঙ্গে সমুদ্রের টান তো রয়েছেই। কিন্তু যাতায়াতের রাস্তাটা সুগম না হলে সমস্যায় পড়তে হতে পারেন পর্যটকরা।

সপ্তাহান্তে কলকাতার বাসিন্দাদের অনেকেরই ডেস্টিনেশন থাকে দিঘা-মন্দারমণি। কলকাতা থেকে অন্যান্য পর্যটনকেন্দ্রগুলির থেকে তুলনামূলক কাছে হওয়ার জন্য দিঘাকেই অনেকে বেছে নেন, সঙ্গে সমুদ্রের টান তো রয়েছেই। কিন্তু যাতায়াতের রাস্তাটা সুগম না হলে সমস্যায় পড়তে হতে পারেন পর্যটকরা।

5 / 5
Follow Us: