Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: দিঘায় হঠাৎই কমে যাচ্ছে বাঙালি পর্যটকের সংখ্যা, চিন্তায় হোটেল মালিকরা! কেন?

Digha: দিঘায় বেড়েছে অবাঙালির পর্যটকের সংখ্যা বেড়েছে ৬০ শতাংশের বেশি বুকিং অনুপাত ধরে। কারণ হিসাবে বলছে দিঘায় বেড়েছে হোটেল নির্মাণ। কমেছে প্রাকৃতিক সৌন্দর্য। কমেছে মনোরম ঝাউবনের সারি।

Digha: দিঘায় হঠাৎই কমে যাচ্ছে বাঙালি পর্যটকের সংখ্যা, চিন্তায় হোটেল মালিকরা! কেন?
দিঘা (ফাইল ছবি)Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 23, 2025 | 2:10 PM

দিঘা: সৈকত সুন্দরী দিঘায় কমেছে কি বাঙালি পর্যটকের সংখ্যা? চিন্তায় হোটেল মালিকরা। বাঙালির প্রিয় ডেস্টিনেশন দিঘা। বেশ কিছুদিন আগে থেকেই যেন সেই ডেস্টিনেশন নিয়ে উঠলো প্রশ্ন ! হোটেল সংগঠন সহ নানা মানুষের দাবি প্রিয় সৈকত শহরে কমেছে ভ্রমণ প্রিয়ই বাঙালির সংখ্যা। আর বাড়ছে অবাঙালির পর্যটকদের ভিড়।

সূত্র বলছে, দিঘায় বেড়েছে অবাঙালির পর্যটকের সংখ্যা বেড়েছে ৬০ শতাংশের বেশি বুকিং অনুপাত ধরে। কারণ হিসাবে বলছে দিঘায় বেড়েছে হোটেল নির্মাণ। কমেছে প্রাকৃতিক সৌন্দর্য। কমেছে মনোরম ঝাউবনের সারি। কমেছে পাহাড় সমান উঁচু উঁচু বালির স্তূপও। সামুদ্রিক আগ্রাসন ভয় করে সমুদ্র স্নানে। সর্বোপরি দিঘা ছাড়াও নানা ছোট ছোট ভার্জিন পর্যটন কেন্দ্রগুলো টানে কমছে দিঘায় বাঙালি পর্যটকের সংখ্যা।

যাতায়াতের পরিকাঠামো ও বড় কারণ হিসেবে উঠে আসছে। আবার অপরদিকে বাঙালির প্রিয়ই ডেস্টিনেশনে তৈরি হওয়া জগন্নাথ মন্দির ধরেই ফিরবে হারানো মন বলে আশাবাদী তাঁরা। মাধ্যমিক পরীক্ষা, কুম্ভ মেলাও দিঘায় পর্যটক ভাটার মূল কারণ হিসেবে দেখছেন তাঁরা।

ওল্ড দিঘা, নিউ দিঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমনি,জুনপুট, বগুড়ান জালপাই, বাকিপুট সহ জেলার নানা ভ্রমণ স্থানগুলো রয়েছে সমুদ্র উপকূলে। হোটেল মালিকদের দাবি ভিন্ন রাজ্যে থেকে পর্যটক আবার ক্ষেত্রে রাস্তা ও একটা বড় সমস্যা।