Haldia: আতঙ্কের রাত জাগা, শিল্পতালুকে উল্টে গেল অতি দাহ্য ইথানল ভর্তি ট্যাঙ্কার…
Purba Medinipur: সূত্রের খবর, এই রাতে ট্যাঙ্কারটি সোজা করার কাজ করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। রাতে হয়ত তা তোলা কঠিন। না সম্ভব হলে, সারারাত ট্যাঙ্কারটি পাহারা দিতে হবে। পুলিশ ও দমকল থাকবে রাতভর পাহারায়। অতি দাহ্য ইথানল ভর্তি থাকার কারণে গাড়িটি সোজা করতে গিয়ে বড়সড় বিপদও ঘটতে পারে।
হলদিয়া: দাহ্য ইথানল ভর্তি ট্যাঙ্কার উল্টে গেল শিল্পতালুক হলদিয়ায়। আতঙ্ক গোটা এলাকায়। বড় বিপদ যাতে না ঘটে, তাই বন্ধ করে দেওয়া হয়েছে এক্সাইড রোড। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। হলদিয়ায় এক্সাইড ইন্ডাস্ট্রিয়াল রোডে বৃহস্পতিবার রাতে একটি দাহ্য ইথানল বোঝাই ট্যাঙ্কার উল্টে যায়। রাত তখন প্রায় ১০টা। ‘শিল্প প্রবেশ’ স্টেশনের কাছে উল্টে যায় ট্যাঙ্কারটি।
এদিকে যে রাস্তায় ট্যাঙ্কারটি উল্টে যায়, আশেপাশে প্রচুর কারখানা। স্বভাবতই এমন দাহ্যবোঝাই ট্যাঙ্কার উল্টে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের লোকজন।
মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় জানান, ওই ট্যাঙ্কারটি উদ্ধারের চেষ্টা চলছে। চারটি ক্রেন কাজে লাগানো হয়েছে বলে জানান তিনি। বিশেষ ক্রেন গিয়ে পরিস্থিতি সামলানো হচ্ছে। দমকল ও শিল্প সংস্থার আগুন নেভানোর ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে।
সূত্রের খবর, এই রাতে ট্যাঙ্কারটি সোজা করার কাজ করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। রাতে হয়ত তা তোলা কঠিন। না সম্ভব হলে, সারারাত ট্যাঙ্কারটি পাহারা দিতে হবে। পুলিশ ও দমকল থাকবে রাতভর পাহারায়। অতি দাহ্য ইথানল ভর্তি থাকার কারণে গাড়িটি সোজা করতে গিয়ে বড়সড় বিপদও ঘটতে পারে। যেহেতু শিল্পতালুক, চারদিকে কলকারখানা। তাই কোনওরকম ঝুঁকি নিয়ে রাজি নয় পুলিশ।