Moyna Fake Police: হুকিং করে বিদ্যুৎ চুরি ‘পুলিশের’, কোমরে দড়ি পরিয়ে অভিযুক্তকে নিয়ে গেল ময়না থানার পুলিশ

Moyna Fake police arrest: এ দিন, গোপন সূত্রে খবর পেয়ে বিদ্যুৎ দফতরের আধিকারিকরা বাসুদেব অধিকারীর বাড়িতে তল্লাশি চালায়। এরপর বেআইনি ওই বিদ্যুতের তার কেটে দেন তাঁরা।

Moyna Fake Police: হুকিং করে বিদ্যুৎ চুরি 'পুলিশের', কোমরে দড়ি পরিয়ে অভিযুক্তকে নিয়ে গেল ময়না থানার পুলিশ
(নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2023 | 7:13 PM

ময়না: নকল পুলিশ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চলছিল চুরি। পরে হাতেনাতে ধরা পড়ল চোর। পুর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের উত্তমপুর গ্রামের বাসুদেব অধিকারী। অভিযোগ, ওই ব্যক্তি নিজেকে পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরেই হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন।

এ দিন, গোপন সূত্রে খবর পেয়ে বিদ্যুৎ দফতরের আধিকারিকরা বাসুদেব অধিকারীর বাড়িতে তল্লাশি চালায়। এরপর বেআইনি ওই বিদ্যুতের তার কেটে দেন তাঁরা। অভিযোগ, সেই সময় বাসুদেব নিজেকে পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে হুমকি দিতে থাকেন। এমনকী বিষয়টিকে আপোশ করে মিটিয়ে নেন তাঁরা।

কিন্তু বিদুৎ দফতরের অধিকারীকদের সন্দেহ হওয়ায় ময়না থানার পুলিশকে ফোন মারফত তাঁরা জানান। ঘটনাস্থলে পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তকে।