রাত হলেই অশ্লীল কমেন্ট, ভাঙতে বসেছিল সংসার, ‘পিয়ালি সরকার’কে চিনতে এত বড় ভুল হয়ে গেল!
Fake Profile: অভিযোগ, প্রথমে সামাজিক মাধ্যমে বন্ধুত্বের বার্তা পাঠানো হত। পরে রাত বাড়লে বিভিন্ন রকম ছবি পাঠানো হত। মহিলাদের রীতিমতো উত্যক্ত করা হত বলে অভিযোগ। একাধিক মহিলার সঙ্গ এমনটা করা হত বলে অভিযোগ।
কোলাঘাট: সামাজিক মাধ্যমে অচেনা মেয়ে দেখে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ গ্রহণ করলেই হতে পারে বিপদ। মহিলার মুখের পিছনেই পাতা থাকতে পারে ফাঁদ। জীবন অতিষ্ঠ করে দিতে পারে ওই একখানা প্রোফাইল। শুধু তাই নয়, ভেঙে যেতে পারে সুখের সংসারও। ঠিক এভাবেই সংসার ভাঙতে বসেছিল কোলাঘাটের বাসিন্দা এক দম্পতির। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল কমেন্ট, ছবি পাঠানোই ছিল রুটিন। শুধু তাই নয়, স্বামীর সম্পর্কে স্ত্রীকে এমন কিছু কথা বলা হচ্ছিল, যাতে সংসারও ভেঙে যেতে পারত। শেষ পর্যন্ত বাড়ি থেকে তুলে আনা হল সেই প্রোফাইলের আসল মালিককে। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ফেসবুক বা হোয়াটসঅ্যাপের ডিপি-তে মহিলার ছবি দেখলেই নিশ্চিন্ত হওয়া যায় না। কোলাঘাটের ঘটনা তেমনটাই ভাবাচ্ছে। কোলাঘাটের ঘটনায় যে প্রোফাইল থেকে উত্যক্ত করা হচ্ছিল, সেখানে এক মহিলার ছবির সঙ্গে নাম ছিল পিয়ালি সরকার। যা দেখে মহিলা ভাবাটাই স্বাভাবিক। কোলাঘাটের বাসিন্দা ওই মহিলাও তেমনটাই ভেবেছিলেন।
অভিযোগ, প্রথমে সামাজিক মাধ্যমে বন্ধুত্বের বার্তা পাঠানো হত। পরে রাত বাড়লে বিভিন্ন রকম ছবি পাঠানো হত। মহিলাদের রীতিমতো উত্যক্ত করা হত বলে অভিযোগ। একাধিক মহিলার সঙ্গ এমনটা করা হত বলে অভিযোগ। মঙ্গলবার বেলা বরিশা গ্রামের এক মহিলা ও তাঁর দাদা ওই ফেক প্রোফাইলের আসল মালিক তাপস খাঁড়াকে পাকড়াও করে। তাঁকে ধরে নিয়ে গিয়ে গাছে বেঁধে রেখে কোলাঘাট বিট হাউস থানার পুলিশের হাতে তুলে দেয়।
ধৃত তাপস খাঁড়া পেশায় গাড়ির চালক। ফেক প্রোফাইল থাকার কথা স্বীকার করে নিয়েছেন তিনি। একটি নয়, একাধিক এমন প্রোফাইল আছে। অভিযোগকারী ব্যক্তি জানান, ১০-১৫ দিন ধরে তাঁর স্ত্রীকে বিরক্ত করছিল ওইব্যক্তি। স্ত্রীকে বলেছিল, তোমার হাজব্যান্ডকে আমি চিনি। এক মহিলার সঙ্গে তোমার স্বামীর সম্পর্ক আছে। এভাবেই সংসার ভাঙার চেষ্টা করেছিল বলে অভিযোগ।