Firecrackers: ১৫ লক্ষ টাকার বাজি, গ্রেফতার ৩; কালীপুজোর আগে শুরু অভিযান…
Purba Medinipur: গত এক বছরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ভয়াবহতা দেখেছে রাজ্য। এগরা থেকে দত্তপুকুর, অবৈধ বাজি কারখানা প্রাণ কেড়েছে বহু। তারপরও চোরাগোপ্তা এই কারখানাগুলি যে চলছেই, জেলার পুলিশি অভিযান চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল।
পূর্ব মেদিনীপুর: কালীপুজো আসছে। তার আগে বিপুল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। লাগাতার অভিযান চালিয়ে দু’দিনে প্রায় ৪০ কুইন্টাল বাজি-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। লক্ষ্মী পুজোর দিন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার প্রয়াগ গ্রামে এক বাজি ব্যবসায়ীর গোডাউনে হানা দেয় কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে খবর, ১০ কুইন্টালের বেশি আতসবাজি ও বাজি তৈরির মশলা উদ্ধার করা হয়েছে। বাজারে যার দাম ১৫ লক্ষ টাকার কাছাকাছি। অভিযানে ছিলেন তমলুকের এসডিপিও শাকিব আহমেদ, কোলাঘাট থানার ওসি অনুষ্কা মাইতি। অন্যদিকে নন্দকুমার থানা এলাকাতেও চলে অভিযান। পুলিশ আধিকারিক সৌরভ চিন্নার নেতৃত্বে অভিযান চালিয়ে নন্দকুমার থানার খঞ্চি গ্রামের একটি বাড়ি থেকে প্রায় ২০ কুইন্টাল নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়। একজনকে গ্রেফতারও করা হয়।
কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহার নেতৃত্বে খেজুরি থানার বাঁশগোড়া বাজারে অভিযান চলে। দু’টি দোকান থেকে প্রায় সাড়ে ৭ কুইন্টাল নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়। সেখান থেকে দু’জনকে গ্রেফতারও করা হয়। বারবার বাজি ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। গত এক বছরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ভয়াবহতা দেখেছে রাজ্য। এগরা থেকে দত্তপুকুর, অবৈধ বাজি কারখানা প্রাণ কেড়েছে বহু। তারপরও চোরাগোপ্তা এই কারখানাগুলি যে চলছেই, জেলার পুলিশি অভিযান চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল।