ভয় ধরাচ্ছে রূপনারায়ণের ফাটল, রবিবার থেকে কাজ শুরুর নির্দেশ সেচমন্ত্রীর
ভেঙে যাওয়া বাঁধ নির্মাণ-সহ ১৮ কিলোমিটারের মধ্যে থাকা দুর্বল জায়গার বাঁধ সারিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে সেচ দফতর। তবে দ্রুত বাঁধ সরানো না হলে জোয়ারের জলে যে কোনও সময় পুনরায় প্লাবিত হওয়ার আশঙ্কায় আচাইপুর-মাতঙ্গিনী ব্লক অঞ্চলের হাজার হাজার মানুষ।
পূর্ব মেদিনীপুর: ইয়াসের তাণ্ডবের তিন দিন কেটে গিয়েছে। তবে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় এখনও জলবন্দি বহু মানুষ। এর মধ্যে ভয় ধরাচ্ছে রূপনারায়ণ নদীবাঁধের ফাটল। জোয়ার এলেই প্লাবিত হওয়ার আশঙ্কায় শহীদ মাতঙ্গিনী ব্লকের চারটি অঞ্চল। যা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রও। জানালেন, তাড়াতাড়ি শুরু হবে বাঁধ সারাইয়ের কাজ।
রূপনারায়ণ তীরবর্তী ১৮ কিলোমিটার বাঁধ মেরামতির কাজ দ্রুত করতে উদ্যোগ নিয়েছেন সেচ মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র। তিনি জানান, রবিবার থেকেই কাজ শুরু করবেন ইঞ্জিনিয়ররা। তমলুকের রূপনারায়ণ নদীপাড়ে আচাইপুর এলাকায় বুধবারের ঘূর্ণিঝড় আর প্রবল জলস্রোতে ভেঙে পড়ে বাঁধ। তখনই জলবন্দি হন এলাকাবাসী। এই খবর পেয়ে বাঁধ পরিদর্শনে যান সেচমন্ত্রী নিজেই। বাঁধের ভয়াবহ অবস্থা দেখে নিজেই উদ্বিগ্ন তিনি। এখন যে অবস্থা তাতে আবারও প্লাবিত হতে পারে শহীদ মাতঙ্গিনী ব্লক এলাকা। তাই বাঁধ নির্মাণ নিয়ে আলোচনা করতে এদিন বিকালে জেলার পূর্ত কর্মাধ্যক্ষ সহ আধিকারিকদের সঙ্গে বসেন সৌমেনবাবু। সেই বৈঠক শেষে মন্ত্রী জানান, বাঁধের কাজ শুরু হবে আগামী কাল থেকেই।
আরও পড়ুন: নোনা জলে পচন শুরু মাছের, দুর্গন্ধে টেকা দায় জলভাসি কুলতলিতে
ভেঙে যাওয়া বাঁধ নির্মাণ-সহ ১৮ কিলোমিটারের মধ্যে থাকা দুর্বল জায়গার বাঁধ সারিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে সেচ দফতর। তবে দ্রুত বাঁধ সরানো না হলে জোয়ারের জলে যে কোনও সময় পুনরায় প্লাবিত হওয়ার আশঙ্কায় আচাইপুর-মাতঙ্গিনী ব্লক অঞ্চলের হাজার হাজার মানুষ।