সংক্রমিত মৃতদেহের শেষকৃত্যের জন্য জায়গা খুঁজছে প্রশাসন
প্রশাসন সূত্রে খবর, গত বছর জেলার কোভিডে (COVID-19) মৃতদেহের সিংহভাগই দিঘা ও হলদিয়ায় দাহ করা হয়েছে।
পূর্ব মেদিনীপুর: সংক্রমণের (COVID-19) সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। মৃত্যুর পর কোভিড আক্রান্তের দেহ দাহ করা নিয়েও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে। এবার সংক্রমণে মৃতদের জন্য শ্মশান, কবরস্থানের জায়গা চিহ্নিত করা শুরু করল পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন।
দ্বিতীয়বার পূর্ণ শক্তি নিয়ে আছড়ে পড়েছে কোভিড ঢেউ। লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনায় মৃতদেহ দাহ বা কবর দেওয়ার জন্য এবার শ্মশান ও কবর স্থান চিহ্নিত করার কাজ শুরু হল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। জেলাশাসক স্মিতা পাণ্ডে জানান, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্লক আধিকারিককে এই জায়গা চিহ্নিতকরণের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, জেলা প্রশাসনের তরফে বিডিওদের বলা হয়েছে, তাঁরা যেন নিজ নিজ এলাকায় সংক্রমিত মৃতদেহ সৎকারের জন্য জায়গা চিহ্নিত করেন। বেশ কিছু ব্লকের বিডিও এবং ভূমি সংস্কার আধিকারিক যৌথভাবে জমি চিহ্নিত করার কাজ শুরু করে দিয়েছেন। তবে কারও কারও এই জমি খুঁজতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: আগাম নাম নথিভুক্ত না করলে টিকা পাবেন না ১৮-৪৪ বছর বয়সীরা
প্রশাসন সূত্রে খবর, গত বছর জেলার কোভিডে মৃতদেহের সিংহভাগই দিঘা ও হলদিয়ায় দাহ করা হয়েছে। তবে এবার কোভিড হাসপাতাল নিকটবর্তী শ্মশান, কবরস্থানে সংক্রমিতদের শেষকৃত্য করার কথা ভাবছে প্রশাসন। তাই এমন নির্দেশ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, ব্লক আধিকারিকরা জায়গা চিহ্নিত করে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলবেন। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জেলাশাসক জানান, শ্মশান, কবরস্থান চিহ্নিতকরণের কাজ প্রাথমিক স্তরে রয়েছে।