Khejuri Co Operative Election: বোমাবাজির মধ্যেই নির্বাচন, খেজুরিতে তৃণমূলকে ‘ক্লিন বোল্ড’ বিজেপির
Khejuri Co Operative Election: খেজুরি ২ নম্বর ব্লকে গোড়াহার সমবায় নির্বাচন ঘিরে রবিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুপক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

পূর্ব মেদিনীপুর: হাজারও অশান্তি। শেষমেশ ৯টি আসনেই খেজুরিতে জয়ী বিজেপি। খেজুরি বিধানসভা কেন্দ্রের খেজুরি দুই ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েতের গোড়াহার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে গেরুয়া অনুগামীদের বিপুল জয়। এই সমিতির পরিচালন কমিটির নির্বাচনে ৯টি আসনের মধ্যে নয়টিতেই আসনের প্রতিদ্বন্দ্বী হয় গেরুয়া সমর্থিত সমবায়ীরা । শাসক দলের ৯ জন প্রার্থী পরাজিত হয়েছেন। তৃণমূল কংগ্রেস একটিও খাতা খুলতে পারেনি। ভোট গণনা কেন্দ্রের সামনে বিজেপির কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। এই নির্বাচনের শুরু থেকেই অশান্তি চরমে ওঠে। চলে ব্যাপক বোমাবাজি। এদিকে, ফলঘোষণার পরও উচ্ছ্বসিত পুলিশ কর্মীরা পুলিশকে গেরুয়া গেঞ্জি পরানোর চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশকে জুতো দেখানো হয় বলেও অভিযোগ।
খেজুরি ২ নম্বর ব্লকে গোড়াহার সমবায় নির্বাচন ঘিরে রবিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুপক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বোমাও উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে সেই বোমা মারার ছবি।
এ জয় প্রসঙ্গে খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন, “গতকালে তৃণমূলের হার্মাদ বাহিনী পুলিশের মদতে বোমা-গুলি চালিয়েও জিততে পারল না। আবারও মানুষ বিজেপিকেই সমর্থন করেছে। নয়ে নটিতেই আমাদের প্রার্থীরা জয়ী। আমি আমাদের সদস্যদের শুভেচ্ছা জানানই। বোমা-বন্দুককে উপেক্ষা করে সমস্ত ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে এসেছেন আমাদের প্রার্থীরা। তার জন্য শুভেন্দু। আগামী বিধানসভা নির্বাচনে খেজুরি থেকে তৃণমূল ধুয়ে মুছে যাবে।”
যদিও খেজুরির তৃণমূল নেতা সমুদ্ভব দাস বলেন, “আমরা তো ওখানে একটি বুথে ঢুকতে গিয়েই যা বেগ পেয়েছি। ওখানে তো সন্ত্রাস চলেছে। আমরা তো ওখানে কোনও কাজই করতে পারিনি।”
