Tamluk: গাড়ি পিছতে গিয়ে দুর্ঘটনা, পুকুরে পুলকার পড়ে মৃত্যু পড়ুয়ার

Tamluk: পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের স্টিমার ঘাট এলাকার ঘটনা। সেখানে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পুলকার জলে পড়ে যায়। জানা যায়, স্কুল ছুটির পর ছাত্রকে বাড়িতে ছাড়তে আসার সময় গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ঘটনার সময় গাড়িতে পাঁচজন পড়ুয়া ছিল বলে অনুমান।

Tamluk: গাড়ি পিছতে গিয়ে দুর্ঘটনা, পুকুরে পুলকার পড়ে মৃত্যু পড়ুয়ার
আহত শিশুরাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 8:46 PM

তমলুক: মর্মান্তিক! ছাত্র সমেত গাড়ি গিয়ে পড়ল পুকুরে। মৃত্যু একজনের। বাকি চারজনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের স্টিমার ঘাট এলাকার ঘটনা। সেখানে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পুলকার জলে পড়ে যায়। জানা যায়, স্কুল ছুটির পর ছাত্রকে বাড়িতে ছাড়তে আসার সময় গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ঘটনার সময় গাড়িতে পাঁচজন পড়ুয়া ছিল বলে অনুমান।

এই ঘটনায় প্রাথমিকভাবে জানা যাচ্ছে এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। বাকি চার জন ছাত্রকে উদ্ধার করে তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। ঘটনাস্থলে এলাকায় পৌঁছয় স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় তমলুক থানায়। স্থানীয় এক বৃদ্ধা বলেন, “স্কুলের ছাত্রকে ছাড়তে গাড়ি এসেছিল। সেই সময় পিছতে যায় সেটি। তখনই পুকুরের জলে পড়ে। আমরা শব্দ পেয়ে ছুটে যাই। চারটে বাচ্চাকে তুললেও একজনকে পাওয়া যাচ্ছিল। ওকে তুলতে গিয়ে দেরি হয়ে যায়।”