Purba Medinipur: কাঁথি, তমলুকে বিপুল জয়, তবু পূর্ব মেদিনীপুরে ঘাসফুলে ‘কাঁটা’ NIA

NIA: প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি খেজুরিতে এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়।

Purba Medinipur: কাঁথি, তমলুকে বিপুল জয়, তবু পূর্ব মেদিনীপুরে ঘাসফুলে 'কাঁটা' NIA
তৃণমূলের আনন্দে ভাঁটা পূর্ব মেদিনীপুরে। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2022 | 11:18 PM

পূর্ব মেদিনীপুর: অধিকারীরা শিবির বদল করলেও পুরভোটে ঘাসফুলেরই জয়জয়কার পূর্ব মেদিনীপুরের তিন পুরসভায়। নিঃসন্দেহে এ জয় উল্লেখযোগ্য। তবে আপাতত এই জয়ের থেকে বেশি জেলার তৃণমূল নেতাদের মন ‘নোটিসে’। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র নোটিস বলে কথা। খেজুরি বিস্ফোরণকাণ্ডে তৃণমূলের দাপুটে নেতা অখিল গিরিকে এনআইএ নোটিস পাঠিয়েছে ইতিমধ্যেই। সূত্রের খবর, ৩ মার্চ কলকাতায় এনআইএ দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অখিল গিরির। কিন্তু আইনজীবী মারফৎ তিনি জবাব দিয়েছেন বলেই বিশেষ সূত্র মারফৎ জানা যাচ্ছে।

সেই সূত্রই জানাচ্ছে, কাঁথি সাংগঠনিক জেলার একাধিক প্রথম সারির নেতাকে এনআইএ নোটিস পাঠাতে চলেছে বলে খবর রয়েছে। সূত্রের দাবি, তালিকায় খেজুরি, কাঁথি-১ ব্লক, কাঁথি-২ ব্লক, কাঁথি-৩ ব্লক এবং শহরের একাধিক নাম রয়েছে যাঁরা এনআইএ’র নোটিস পেতে পারেন বলে শোনা যাচ্ছে। মূলত খেজুরির ভাঙনমারি বুথে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় এই নোটিস দিচ্ছে এনআইএ। যদিও তৃণমূলের তরফে দাবি, পুরভোটে মুখ বাঁচাতে না পেরে জেলার এক বিজেপি নেতাই সমস্তটায় কলকাঠি নাড়ছেন।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি খেজুরিতে এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়। খেজুরির জনকা গ্রাম পঞ্চায়েতের ভাঙনমারি গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে। তৃণমূলের তরফে বলা হয়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনাটি ঘটেছে। বিরোধীরা অভিযোগ করেন, বোমা বাঁধা সময়েই তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ হয়।

ঘটনার দিনই বিস্ফোরণে মৃত্যু হয় অনুপ দাস নামে এক জনের। আগুনে ঝলসে যান তিন জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় কঙ্কন রায় নামে আরও এক জনের। ঘটনাটিকে ইস্যু করে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বোমা বাঁধতে গিয়েই মৃত্যু- এই তত্ত্ব জোরাল হতে থাকে। ঘটনায় একাধিক দাপুটে তৃণমূল নেতা জড়িত থাকার সম্ভাবনার কথাও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। একাধিক সভা থেকেও তাঁদের নাম নিয়ে সোচ্চার হন। ঘটনায় প্রথম থেকেই এনআইএ তদন্তের দাবি তোলেন শুভেন্দু।

ঘাসফুলের অভিযোগ, শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে বিভিন্ন সময়ে যে সব তৃণমূল নেতাদের নামে সোচ্চার হয়েছেন, ঘটনাচক্রে তাঁদের কাছেই নোটিস পাঠিয়েছে এনআইএ। এক্ষেত্রে কাঁথির পুরনির্বাচনের পর পোস্টঅফিস মোড়ে দাঁড়িয়ে তৃণমূলের বিরদ্ধে ভোট লুঠ, ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু। অভিযোগ তুলেছিলেন, কাঁথির তৃণমূল পার্টি অফিস থেকে বোমার মশলা বিতরণ করা হত। অখিল গিরির বিরুদ্ধেও সোচ্চার হয়েছিলেন। তারপরই অখিলের কাছে এনআইএ-এর নোটিস আসায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছে তৃণমূল।

তদন্তে নেমে খেজুরির বোমা বিস্ফোরণের ঘটনায় ৫টি জায়গায় তল্লাশি চালায় এনআইএ। বাজেয়াপ্ত করা হয়েছে বিবিধ নথি ও ডিজিটাল যন্ত্র। সূত্রের খবর, ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু সেলের সভাপতি আনোয়ার উদ্দিনকে তলব করা হয়েছে। শুভেন্দু বিভিন্ন সভা থেকে বলেছেন, একাধিক নেতৃত্বের কাছে নোটিস যাচ্ছে। না নিয়ে কিছুটা চিন্তায় জোড়াফুল শিবির বলেই সূত্রের খবর। প্রশ্ন ‘এরপর কে’!

এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন, “এনআইএ একটি স্বাধীন সংস্থা। তারা তাদের মত করে তদন্ত করছে।” অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি তরুণ মাইতি বলেন, “রাজনৈতিকভাবে বিজেপির পরাজয় হয়েছে। তাই ব্লক স্তরের নেতৃত্বকে বিপাকে ফেলতে চাইছে। তাতে পঞ্চায়েত ভোটে ওদের সুবিধা হতে পারে ভাবছে। এসব উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিড়ম্বনায় ফেলা। আমরা আমাদের রাজ্য নেতৃত্বকে জানিয়েছি চিঠি দিয়ে। আর কাকে কখন চিঠি পাঠাচ্ছে তা আমাকে যারা জানাচ্ছে আমি সেইমত ব্যবস্থা নিচ্ছি। রাজ্যের সাংগঠনিক বৈঠকে এই বিষয়ে উত্থাপন করা হবে।”

আরও পড়ুন: Road Accident: জানলা দিয়ে ঝুলছে কন্যাযাত্রীর হাত, গাড়ির ভিতর থেকে চিল চিৎকার… ভয়াবহ দৃশ্য