Women’s Day 2022: রক্ত সংকট মেটাতে লম্বা লাইন মহিলাদের, ‘পাশে আছি’ জানালেন অতিরিক্ত পুলিশ সুপার
Purba Medinipur: উপস্থিত ছিলেন,জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানব সিংলা,মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা,সি আই (কাঁথি)কৃষ্ণেন্দু প্রধান, রামনগর ১পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, রামনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মোনালিসা সাঁতরা সহ বিশিষ্ট অতিথির,সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুষ্কা মাইতি।
Most Read Stories