রড, লাঠি নিয়ে বিজেপি কর্মীদের উপর ‘হামলা’, ফের উত্তপ্ত নন্দীগ্রাম

ভোটের মুখে বারবার উত্তপ্ত হচ্ছে নন্দীগ্রাম। এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগে এলাকার সাধারণ বাসিন্দা।

রড, লাঠি নিয়ে বিজেপি কর্মীদের উপর 'হামলা', ফের উত্তপ্ত নন্দীগ্রাম
হাসপাতালে আক্রান্তরা।
Follow Us:
| Updated on: Jan 25, 2021 | 11:35 AM

পূর্ব মেদিনীপুর: ফের রাজনৈতিক সংঘর্ষ ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। এবার মহম্মদপুরে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে সরগরম এলাকা। গুরুতর আহত অবস্থায় দু’জন বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে সোমবার স্থানীয় টেঙ্গুয়া মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।

ভাঙচুর করা হয়েছে এই দোকানে।

অভিযোগ, রবিবার রাত ৯টা নাগাদ আচমকাই একদল দুষ্কৃতী মহম্মদপুরে গোলমাল শুরু করে। বেছে বেছে স্থানীয় বিজেপি কর্মীদের দোকানে হামলা, ভাঙচুরও করা হয়। আক্রান্ত হন একাধিক বিজেপি কর্মী। আহতদের প্রথমে নন্দীগ্রাম রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় তমলুক জেলা হাসপাতালে।

টেঙ্গুয়া মোড়ে প্রতিবাদ।

আরও পড়ুন: ১৬ ঘণ্টা পর মুমূর্ষু কিশোরের ঠাঁই হল হাসপাতালের বেডে! স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও চরম ভোগান্তি

এই ঘটনায় ইতিমধ্যেই তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। স্থানীয় বিজেপি কর্মী পলাশ ভৌমিকের কথায়, “আমি দোকানে বসেছিলাম। হঠাৎ তৃণমূলের কিছু লোকজন এসে আমার দোকানের পাশে বিজেপির কার্যকর্তাদের ছবি দেওয়া বাঁশের গেট ছিল তা ভেঙে দেয়। তিন লক্ষ টাকা ধার নিয়ে দোকান সাজিয়েছিলাম। বাইকে লাঠি, রড নিয়ে কয়েকজন মুখোশধারী এসে সব শেষ করে দিল।” যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ।

নন্দীগ্রাম তৃণমূল ব্লক কমিটির সভাপতি স্বদেশরঞ্জন দাস বলেন, “সারা নন্দীগ্রামে পুরনো আর নতুন বিজেপির মধ্যে ঝামেলা হচ্ছে। সারারাত বোমাবাজি এলাকার মানুষ দেখছেন। বিজেপি যে অভিযোগ তুলছে তৃণমূলের বিরুদ্ধে তা একেবারেই মিথ্যা।”