Road Accident: দশমীর দুপুরে ভয়াবহ পথদুর্ঘটনা, প্রাণ কাড়ল নন্দকুমারের যুবকের
Purba Medinipur: পুলিশ সূত্রে খবর, নিহতের নাম মৃণ্ময় বেরা। বাড়ি নন্দকুমারের বাবুলপুর এলাকায়। এদিনের দুর্ঘটনায় জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ গাড়িগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পূর্ব মেদিনীপুর: দশমীর দুপুরে ভয়াবহ পথদুর্ঘটনা প্রাণ কাড়ল এক যুবকের। তমলুকে বাইক ও পণ্যবাহী গাড়ির ধাক্কায় মৃত্য়ু হয়েছে একজনের। আহত আরও একজন। এই ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তমলুক শ্রীরামপুর রাজ্য সড়কে সাওতানচক এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, এক বাইক আরোহী নিমতৌড়ির দিক থেকে শ্রীরামপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি ছোট পণ্যবোঝাই গাড়িতে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহীর।
পুলিশ সূত্রে খবর, নিহতের নাম মৃণ্ময় বেরা। বাড়ি নন্দকুমারের বাবুলপুর এলাকায়। এদিনের দুর্ঘটনায় জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ গাড়িগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারাত্মক দুর্ঘটনা ঘটে। গাড়ি থেকে যে যুবক ছিটকে পড়েন, বীভৎসভাবে জখম হন। মাথা উল্টে পড়ে ছিলেন। তবে তখনও শরীরে প্রাণ ছিল। এরপরই সকলে ছুটে আসেন। জল দেওয়ার চেষ্টা করেন। কৃষ্ণপ্রসাদ ভৌমিক নামে এক প্রত্যক্ষদর্শীর কথায়, “জল নিয়ে ছুটে আসি। কিন্তু জল ঢালতে গিয়ে দেখি নাক মুখ দিয়ে গলগলিয়ে রক্ত বেরোচ্ছে।”