Mala Roy in Durga Puja: ৪০০ বছরের পুরনো পুজো, আজও নস্টালজিয়ায় ভাসেন সরকার বাড়ির মেয়ে মালা রায়

Mala Roy in Durga Puja: ব্রিটিশ শাসনকালের অনেক আগে থেকে শুরু হয়েছিল এই সরকার বাড়ির পুজো। কে শুরু করেছিল, তা এখন ভালভাবে বলতে পারেন না কেউ। বর্তমানে বাড়ির বাসিন্দারা বাইরে থাকলেও পুজোর সময় নিয়ম করে বাড়ি আসেন সবাই।

Mala Roy in Durga Puja: ৪০০ বছরের পুরনো পুজো, আজও নস্টালজিয়ায় ভাসেন সরকার বাড়ির মেয়ে মালা রায়
মালা রায়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2023 | 9:41 AM

তমলুক: বাংলার রাজনীতিতে বরাবর প্রথম সারিতে দেখা যায় যাঁদের, তাঁদের মধ্যে অন্যতম মালা রায়। একসময় কংগ্রেস ও বর্তমানে তৃণমূলের নেত্রী মালা রায় দীর্ঘদিন ধরেই রাজনীতির পরিচিত মুখ। তিনিই কলকাতা পুরনিগমের প্রথম চেয়ারপার্সন। তবে সারাবছর যতই কাজ থাকুক না কেন, পুজো মানেই ‘ছুটি’ নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার চেষ্টা করেন মালা রায়। তমলুকে তাঁর বাড়ির পুজো ৪০০ বছরের পুরনো। বর্ষীয়ান রাজনীতিক মালা রায় আজও সেখানে গেলে আবেগে ভাসেন, হাতড়ে বেড়ান ছেলেবেলার স্মৃতি। তমলুকের কেলোমালের সরকার বাড়ির মেয়ে মালা রায়। ওই পরিবারের পুজো তমলুকের পুরনো পুজোগুলোর মধ্যে অন্যতম।

ব্রিটিশ শাসনকালের অনেক আগে থেকে শুরু হয়েছিল এই সরকার বাড়ির পুজো। কে শুরু করেছিল, তা এখন ভালভাবে বলতে পারেন না কেউ। বর্তমানে বাড়ির বাসিন্দারা বাইরে থাকলেও পুজোর সময় নিয়ম করে বাড়ি আসেন সবাই। অন্যথা হয় না মালা রায়ের ক্ষেত্রেও। কলকাতায় পুজোর উদ্বোধন ও অন্যান্য কর্মসূচি সেরে এবারও সেখানে পৌঁছে গিয়েছেন তিনি। তাঁর বিশ্বাস পুজোয় বাড়ির মা দুর্গাকে দর্শন না করলে বছরটা ভাল কাটে না।

মালা রায় বলেন, ৫০ বছর হল চলে গিয়েছি। তবুও প্রত্যেক বছর আসি। পুজো ছাড়া আসার সময় হয়ে ওঠে না। আমরা বিশ্বাস করি, একবার মা-কে দর্শন না করলে সারা বছর ভাল কাটে না। দেবী মূর্তির সামনে বসে মালা রায় শোনালেন, ছেলেবেলায় কীভাবে এই পুজোর জন্য অপেক্ষা করতেন তাঁরা।