‘হম কমলমে ভোট দিয়া হ্যয়’, ভোট দিয়ে বেরিয়ে বললেন শিশির
প্রথম দফার ভোটের সকালেই শিশির-পুত্র সৌমেন্দুর (Soumendu Adhikari) গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এদিন সে প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন তিনি।
গত ২১ মার্চ এগরায় অমিত শাহের মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারী। এরপর বিজেপির হয়ে প্রচারেও দেখা গিয়েছে অধিকারী পরিবারের কর্তাকে। হাতে পদ্মপতাকা তুলে নেননি ঠিকই। তবে শিশির কিন্তু প্রতি মুহূর্তে ভীষণভাবে বুঝিয়ে দেন, আসলে তিনি মোদী-শাহেরই অনুগামী।
আরও পড়ুন: অডিয়ো-বিতর্ক: কবে, কখন এসেছিল সেই ‘ফোন’, জানালেন বিজেপির প্রলয়
এদিন ভোট দিয়ে বেরিয়েই শিশির বলেন, “বিরোধীদের শুভবুদ্ধি হোক। এবার হার স্বীকার করে নেওয়ার শক্তি হোক ওদের। বিজেপিই এ রাজ্যে ক্ষমতায় আসছে। নরেন্দ্র মোদীর হাত আরও শক্ত হবে।” সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “আমি পদ্মে ভোট দিয়েছি। হম কমল মে ভোট দিয়া হ্যয়।”
আরও পড়ুন: West Bengal Assembly Election 2021: সৌমেন্দুর গাড়িতে ভাঙচুর, আক্রান্ত চালকও
প্রথম দফার ভোটের সকালেই শিশির-পুত্র সৌমেন্দুর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এদিন সে প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন তিনি। বলেন, “সৌমেন্দুর কেশ কেউ স্পর্শ করতে পারবে না। আমার কোনও ছেলের, পরিবারের কারও কেশ স্পর্শ করার ক্ষমতা কারও নেই। এ জেলায় কেন? ২৪ ঘণ্টাও সময় লাগবে না। ২-৪ ঘণ্টার মধ্যে ওষুধ দিয়ে দেব। এরকম ওষুধ অনেক প্রয়োগ করেছি।”