Panskura: পাঁশকুড়া-ধর্ষণকাণ্ডের প্রতিবাদ, বনধ ডাকল SUCI
পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি সংস্থার অধীনে ওয়ার্ড গার্ল হিসেবে কাজ করতেন তমলুক থানার অন্তর্গত এলাকার এক তরুণী। তাঁর দাবি, ওই কোম্পানির ফেসিলিটি ম্যানেজার (যিনি পাঁশকুড়া হাসপাতালে কর্মরত ছিলেন) হাসপাতালের ভিতরেই একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনা বাইরে না আনার জন্য একাধিকবার তাকে হুমকি দেয় বলেও অভিযোগ। এরপর পাঁশকুড়া থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করে।

পাঁশকুড়া: পাঁশকুড়া ধর্ষণকাণ্ডের প্রতিবাদে বারো ঘণ্টার বনধ ডাকল SUCI। বারো ঘণ্টার বনধ ডেকেছে তারা। বৃহস্পতিবার সকাল থেকেই কর্মী সমর্থকরা পাঁশকুড়া স্টেশন-বাজার সহ একাধিক এলাকায় পিকেটিং করেছে রাস্তা অবরোধ করেছেন। আজ বনধ সফল করতে রাস্তা অবরোধ করেন। সেই সময় পুলিশের সঙ্গে বচসাও হয় তাঁদের। যদিও, এখনো পর্যন্ত ধর্মঘট সেই অর্থে সাড়া পড়েনি। দোকান হাট বাজার সবই প্রায় খুলছে। এলাকায় রয়েছে পুলিশও। এক SUCI কর্মী বলেন, “সুপার স্পেশালিটি হাসপাতালের ভিতর ধর্ষণ করা হয়েছে। আর অভিযুক্তের মাথায় হাত আছে শাসকদলের।”
তবে শুধু SUCI নয়, আজ আবার প্রতিবাদ কর্মসূচি করছে বিজেপিও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “বাংলায় নারীদের কোনও সম্মান নেই। মেডিক্যাল কলেজ হোক বা শিক্ষাঙ্গন, স্বাস্থ্যকেন্দ্রে যেভাবে নারীদের উপর অত্যাচার হতে হচ্ছে তার হাত থেকে বাংলার নারীদের সুরক্ষিত রাখতে বাংলার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।” ঝাঁটা হাতে পথে নামবে গেরুয়া শিবিরও।
পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি সংস্থার অধীনে ওয়ার্ড গার্ল হিসেবে কাজ করতেন তমলুক থানার অন্তর্গত এলাকার এক তরুণী। তাঁর দাবি, ওই কোম্পানির ফেসিলিটি ম্যানেজার (যিনি পাঁশকুড়া হাসপাতালে কর্মরত ছিলেন) হাসপাতালের ভিতরেই একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনা বাইরে না আনার জন্য একাধিকবার তাকে হুমকি দেয় বলেও অভিযোগ। এরপর পাঁশকুড়া থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করে। পাঁশকুড়া পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরই কোলাঘাট থেকে ওই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ। এ দিকে গতকালই অভিযুক্তের ১৫৭ নম্বর রুম সিল করেছে পুলিশ। ভাঙা হয়েছে তাঁর ব্যবহৃত আলমারি। উদ্ধার নানা নথিপত্র। এমনকী, বিগত তিন দিনের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। তদন্তের স্বার্থে বন্ধ করা হয়েছে রুম।
