Suvendu Adhikari: ‘ছেলে পুলিশটা বলল তোকে তুলে নিয়ে যাব’, নিগৃহীতা বলতেই মহিলাদের হাতে ‘অস্ত্র’ তুলে দিলেন শুভেন্দু
Suvendu Adhikari: ভূপতিনগরে বিক্ষোভ দেখাল বিজেপি, দিঘায় হল প্রতিবাদ মিছিল। নেতৃত্বে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে যান শুভেন্দু। তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।
পূর্ব মেদিনীপুর: মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মীদের। মিথ্যা কেসে ফাঁসিয়ে তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। গ্রামে অত্যাচার চালাচ্ছে। সঙ্গে আবার দিঘায় এক পর্যটকের গণধর্ষণের অভিযোগ। সব মিলিয়ে রাজ্য সরকার, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পথে নামলেন বিরোধী দলনেতা। ভূপতিনগরে বিক্ষোভ দেখাল বিজেপি, দিঘায় হল প্রতিবাদ মিছিল। নেতৃত্বে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে যান শুভেন্দু। তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।
বিরোধী দলনেতাকে সামনে পেয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নিগৃহীতারা। এক মহিলাকে শুভেন্দু জিজ্ঞাসা করলেন বলেন, “আপনার স্বামী কী দোষ করেছেন?” মহিলা জানান, “আমার স্বামীর একটাই দোষ। বিজেপি করে। বাড়িতে এসে তুলে নিয়ে গেল, আমাকে রুখে দাঁড়িয়েছিলাম। তখন আমাকে ওই ছেলে পুলিশগুলোই বলল, তোর স্বামীকে না পেলে তোকেই তুলে নিয়ে যাব?” শুভেন্দু তখন জিজ্ঞাসা করেন, ‘কোন পুলিশ? ওই গোপলা?’ গোপাল নামে স্থানীয় কোনও পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ তোলেন মহিলা।
শুভেন্দুকে পাশে পেয়ে মনের কথা খুলে বলেন গ্রামের নিগৃহীতারা। শুভেন্দু মহিলাদের উদ্দেশে বলেন, “যদি পুলিশ আসে তাহলে গ্রামের সব মহিলারা মিলে শাঁখ বাজান।” প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন তিনি। শুভেন্দুর অভিযোগ, “ভোট আসছে, তাই হামলা, মমতাকে প্রাক্তন করে তবেই বিশ্রাম নেব।”
এদিকে, দিঘাতে গত কয়েকদিন আগে ঘটে যাওয়া এক পর্যটকের গণধর্ষণের অভিযোগেও তোলপাড় পড়ে বাংলায়। নারী নির্যাতনের প্রতিবাদে এদিকে যখন বিধানসভায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা, তখন অন্যদিকে, দিঘায় প্রতিবাদ মিছিল করলেন শুভেন্দু।