TMC Won: মহিষাদলে সমবায়ে হেরেও বিজেপি বলছে জিতেছে, কোন অঙ্কে এই জয়?

Purba Medinipur: মহিষাদল ব্লকের রমণীমোহন মাইতি গ্রামপঞ্চায়েতের টাঠারিবাড় কৃষি সমবায় সমিতিতে ভোট ছিল বৃহস্পতিবার। ১৩০০ জন ভোটের এই সমবায়ে মোট আসন ৬১টি। ১২২ জন প্রার্থী এদিন নির্বাচনে লড়াই করেন। ৬১টির মধ্যে তৃণমূল ৩৬টি পায়, বিরোধীরা রায় ২৫টি।

TMC Won: মহিষাদলে সমবায়ে হেরেও বিজেপি বলছে জিতেছে, কোন অঙ্কে এই জয়?
জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2024 | 8:13 PM

পূর্ব মেদিনীপুর: মহিষাদলে কৃষি সমবায় সমিতির নির্বাচন। সেই নির্বাচনে হারতে হল বিজেপি, বামকে। এলাকার গ্রামপঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও কৃষি সমবায়ের ভোটে উড়ল সবুজ আবির। শাসকদলের দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলাতেই পরাস্ত রাম-বাম জোট। পাল্টা বিজেপির দাবি, কোনও রাম-বাম জোট হয়নি। মানুষের জোট হয়েছে। আর বহু আসনই তারা জিতেছে।

মহিষাদল ব্লকের রমণীমোহন মাইতি গ্রামপঞ্চায়েতের টাঠারিবাড় কৃষি সমবায় সমিতিতে ভোট ছিল বৃহস্পতিবার। ১৩০০ জন ভোটের এই সমবায়ে মোট আসন ৬১টি। ১২২ জন প্রার্থী এদিন নির্বাচনে লড়াই করেন। ৬১টির মধ্যে তৃণমূল ৩৬টি পায়, বিরোধীরা রায় ২৫টি।

তবে এ নিয়ে তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক রামকৃষ্ণ দাসের বক্তব্য, “জোট কিছুই না। এটা তো মানুষের জোট। আর এলাকার পঞ্চায়েত আমাদের দখলে থাকলেও সমবায় কেন এল না এটা বিষয় না। এই সমবায়ে আমাদের কোনও আসন ছিল না। আজ ২৫টা জিততে পেরেছি। এটাই সাফল্য। সমানে সমানে টক্কর দিয়েছি। বরং আমরা বলব তৃণমূল হেরেছে। ওদের যা ছিল তার থেকে আসন কমে গিয়েছে।”

অন্যদিকে জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ মানসকুমার পণ্ডার বক্তব্য, “এই অশুভ ভোট মানুষ মেনে নেয়নি। আমাদের তৃণমূল সমর্থিতরাই জিতেছেন। ওরা জোটে লড়ে ২৫টা আসন পেয়েছে, আর আমরা একক লড়াইয়ে ৩৬টা আসন পেয়েছি। সিপিএম, বিজেপি, সিপিআই, নির্দল একসঙ্গে ছিল।”