Contai: শুভেন্দুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পাল্টা অভিযোগ করে কাঁথি থানায় বিরোধী দলনেতা

Contai: গত শনিবারের ঘটনা। বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়েছিল ভূপতিনগর এলাকা। তারই প্রতিবাদে রবিবার কাঁথি শহরে এক প্রতিবাদ মিছিল ও সভা করেছিল কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল।

Contai: শুভেন্দুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পাল্টা অভিযোগ করে কাঁথি থানায় বিরোধী দলনেতা
আইনজীবী অনির্বাণ চক্রবর্তী। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: May 23, 2022 | 8:14 PM

পূর্ব মেদিনীপুর: প্রকাশ্য জনসভায় বিরোধী দলনেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির নামে। এবার শাসকদলের সেই নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। কাঁথি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েনের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের হয়। আইনজীবী মারফৎ এই অভিযোগ দায়ের করেন বিরোধী দলনেতা। আইনজীবী অনির্বাণ চক্রবর্তী ইমেল মারফত সোমবার প্রদীপ গায়েনের বিরুদ্ধে কাঁথি থানায় এই অভিযোগ দায়ের করেন।

গত শনিবারের ঘটনা। বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়েছিল ভূপতিনগর এলাকা। তারই প্রতিবাদে রবিবার কাঁথি শহরে এক প্রতিবাদ মিছিল ও সভা করেছিল কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল। শহরের বড় ডাকঘর মোড়ের সেই সভা থেকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আঙুল তোলেন প্রদীপ গায়েন। শুভেন্দুর বিরুদ্ধে দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগও তোলেন শাসকদলের এই নেতা। একজন বিরোধী দলনেতা সম্পর্কে এ ধরনের অভিযোগ তোলার ভিত্তি কি তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিভিন্নমহল। শুভেন্দুর আইনজীবীর বক্তব্যেও সেই কথাই উঠে এসেছে। প্রদীপের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি।

শুভেন্দু অধিকারীর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেন, “রবিবার প্রদীপ গায়েন নামে এক ব্যক্তি একটি সভা শুভেন্দু অধিকারীর নামে অনেক কুরুচিকর মন্তব্য করেছেন। ওনাকে সিআরপিএফের সামনে মারধর করবেন বলে হুমকিও দিয়েছেন। তাই আমি অভিযোগ দায়ের করেছি। আদালতের বিরুদ্ধেও অসম্মানজনক মন্তব্য করেছেন প্রদীপ গায়েন। এই প্রদীপ গায়েনের বিরুদ্ধে ইতিমধ্যেই শুভেন্দুবাবু একটি মানহানির মামলা করে রেখেছেন। কাঁথি কোর্টে যা এখনও বিচারাধীন। তারপরও এ ধরনের মন্তব্য। আমি শুভেন্দুবাবুর হয়ে ইমেল মারফৎ কন্টাই থানায় অভিযোগ জানিয়েছি।” অভিযোগ জমা পড়ার কথা স্বীকার করেছে কাঁথি থানার পুলিশ।