West Bengal Panchayat Elections 2023: পটাশপুরে নির্দল প্রার্থীর বাড়িতে বোমা বিস্ফোরণ, জখম অবস্থাতেই পলাতক

West Bengal Panchayat Elections 2023: শুক্রবার সকালে পটাশপুরের পালপাড়ায় এক নির্দল প্রার্থীর বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে কেঁপে ওঠে গোটা এলাকা। টিনের বাড়ির একাংশও ভেঙে পড়ে।

West Bengal Panchayat Elections 2023: পটাশপুরে নির্দল প্রার্থীর বাড়িতে বোমা বিস্ফোরণ, জখম অবস্থাতেই পলাতক
পটাশপুরে বিস্ফোরণ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2023 | 5:20 PM

পটাশপুর: আবারও পূর্ব মেদিনীপুরে বিস্ফোরণ। এবার পটাশপুর। জানা যাচ্ছে, পটাশপুরে এক নির্দল প্রার্থীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে। আহত হয়েছেন একজন। জখম অবস্থাতেই পলাতক নির্দল সমর্থক। ঘটনাস্থলে পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার সকালে পটাশপুরের পালপাড়ায় এক নির্দল প্রার্থীর বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে কেঁপে ওঠে গোটা এলাকা। টিনের বাড়ির একাংশও ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমটায় বাড়ি থেকে বের হননি। আকস্মিকতার ঘোর কাটিয়ে উঠে যতক্ষণে স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় পৌঁছন, ততক্ষণে জখম অবস্থায় ওই ব্যক্তি পালিয়ে গিয়েছেন।

অভিযোগ, বাড়িতেই বোমা মজুত করা হয়েছিল। সেই মজুত বোমা ফেটেই বিস্ফোরণ। বিরোধীদের অভিযোগ, এলাকা দখলের জন্য ক্ষমতা জাহির করতেই বোমা মজুত করা হচ্ছে। আর তা ফেটেই বিস্ফোরণ হচ্ছে। আপাতত এলাকা থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করছে পুলিশ। নির্দল প্রার্থীর খোঁজে তল্লাশি চলছে।

এর আগেই এগরায় ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ হয়। খাদিকুলে বাজি কারখানায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১১ জনের। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন,অবৈধ বাজি কারখানার আড়ালে আদতে বোমা বাঁধা হচ্ছিল। তাতেই বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল, দেহ ছিটকে গিয়ে পড়েছিল পুকুরে। সেখান থেকে দেহ তোলা হয়েছিল। পূর্ব মেদিনীপুরে পর পর বোমা বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসনও।