Panchayat Election 2023: নন্দীগ্রামের পর এবার ময়না থানার ওসিকেও পাঠানো হল ছুটিতে

Panchayat Election: প্রশাসনিক সূত্রে খবর, শারীরিক অসুস্থতা জনিত কারণে আপাতত ওসিকে ছুটিতে পাঠানো হয়েছে। সেই জায়গায় ময়না থানার অস্থায়ী দায়িত্বে নিয়ে আসা হয়েছে নতুন অফিসারকে। আপাতত কোলাঘাট থানার ওসি মাহিদুল ইসলাম ময়না থানার অস্থায়ী দায়িত্বে থাকবেন।

Panchayat Election 2023: নন্দীগ্রামের পর এবার ময়না থানার ওসিকেও পাঠানো হল ছুটিতে
ভোটের মুখে ময়না থানার ওসি বদলImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2023 | 7:35 PM

ময়না: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) ঠিক আগেই ময়না থানার (Moyna Police Station) ওসি বদল। এতদিন ময়না থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন কৃষ্ণেন্দু প্রধান। প্রশাসনিক সূত্রে খবর, শারীরিক অসুস্থতা জনিত কারণে আপাতত তাঁকে ছুটিতে পাঠানো হয়েছে। সেই জায়গায় ময়না থানার অস্থায়ী দায়িত্বে নিয়ে আসা হয়েছে নতুন অফিসারকে। আপাতত কোলাঘাট থানার ওসি মাহিদুল ইসলাম ময়না থানার অস্থায়ী দায়িত্বে থাকবেন। পঞ্চায়েত ভোটের ঠিক মুখেই এই বদল ঘিরে জোর চর্চা শুরু হয়েছে জেলার রাজনীতির অন্দরমহলে।

উল্লেখ্য, গতকালই পূর্ব মেদিনীপুরের আরও এক পুলিশ অফিসারকে ছুটিতে পাঠানো হয়েছিল। নন্দীগ্রাম থানার আইসি ছুটিতে গিয়েছেন গতকাল। প্রশাসনিক সূত্রে খবর, ১৫ দিনের জন্য ছুটিতে পাঠানো হয় তাঁকে। আর আজ আবার এক পুলিশ অফিসার বদল। এটাও পূর্ব মেদিনীপুরেই। ময়না থানার ওসিকে আপাতত ছুটিতে পাঠানো হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে। তবে ভোটের মুখে এই বদলি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী সময় থেকেই রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলা। শাসক-বিরোধী সব পক্ষের নজর পূর্ব মেদিনীপুরের দিকে। একুশের নির্বাচনে এক হাই ভোল্টেজ লড়াইয়ের সাক্ষী থেকে বাংলা। আর সেই লড়াইয়ের ভরকেন্দ্র ছিল পূর্ব মেদিনীপুর। অন্তত রাজনীতির কারবারিরা তো এমনই বলে থাকেন। এবার রাজ্যে আবার একটা নির্বাচন। এবারের পঞ্চায়েতের ময়দানেও এই পূর্ব মেদিনীপুর জেলা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। সেই জেলাতেই পর পর দুই দিনে দুই পৃথক থানা থেকে অফিসারদের ছুটিতে পাঠানো হল। নন্দীগ্রামের আইসিকে গতকাল, আর আজ ময়নার ওসিকে।