Mid Day Meal: গুলিয়ে উঠবে গা, বালতি ভরা মিড ডে মিলের খিচুড়ির উপর পড়ে রয়েছে মরা টিকটিকি
Purba Medinipur: এদিকে এই ঘটনার পরই ছুটে আসেন অভিভাবকরা। হইচই শুরু হয়ে যায় ওই কেন্দ্রের সামনে। গাফিলতির অভিযোগ তুলে কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন তাঁরা।
পূর্ব মেদিনীপুর: সাপের পর এবার টিকটিকি। মিড ডে মিলের (Mid Day Meal) খিচুড়িতে এবার দেখা মিলল গরমে ফুলে ওঠা টিকটিকির। খবর ছড়াতেই শোরগোল পড়ে যায় পাঁশকুড়ার মাইসরা এলাকায় শ্যামপুর আইসিডিএস কেন্দ্রে। অভিভাবকদের অভিযোগ, যেখানে রান্না করা হয়, সেখানে আলো পর্যন্ত নেই। অথচ সেখানে নিয়মিত ৯১ জনের রান্না হয়। এরইমধ্যে শুক্রবার দেখা যায় রান্না করা খিচুড়িতে টিকটিকি পড়ে রয়েছে। অভিযোগ, সেই খিচুড়ি বহু পড়ুয়া খেয়েও ফেলে। খবর পেয়েই গ্রামে পৌঁছয় মেডিক্যাল টিম। এই ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। জেলায় জেলায় কেন এই অভিযোগ উঠছে তা ঘিরে প্রশ্ন উঠছে। স্কুলের ছোট ছোট বাচ্চারা মিড ডে মিল খায়। তাদের খাবার তৈরির ক্ষেত্রে কেন কর্তৃপক্ষ ন্যূনতম সতর্ক হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
শুক্রবার সকালে প্রতিদিনের মতোই মিড ডে মিল রান্না করা হয়েছিল। প্রায় ৯১ জন এই রান্না করা খাবার খায়। এদিন দেখা যায় যে বালতিতে খিচুড়ি ঢালা হয়েছে, তার উপরই পড়ে রয়েছে একটি মরা টিকটিকি। শ্যামপুর আইসিডিএস কেন্দ্রে যিনি রান্না করেন সেই রোশনারা বিবি বলেন, “কী করে কী হল কিছুই তো বুঝতে পারছি না। আমরাও তো এই খাবার খাই, আমাদের বাচ্চারাও খায়। দেখতে পেলে তো কখনওই কাউকে দিতাম না।”
এদিকে এই ঘটনার পরই ছুটে আসেন অভিভাবকরা। হইচই শুরু হয়ে যায় ওই কেন্দ্রের সামনে। গাফিলতির অভিযোগ তুলে কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন তাঁরা। খবর পেয়ে আসেন আইসিডিএস স্কুল পর্ষদের ইনচার্জ শ্যামলী বাস্কে। কেন রান্নার জায়গায় বিদ্যুতের আলো নেই তা নিয়ে প্রশ্ন করা হলে শ্যামলী বলেন, “এখানে বারবারই বলা হয়েছে বিদ্যুৎ দিতে। কমিটি বলেছিল ব্যবস্থা করে দেবে। তবে এখনও আসেনি।” এ নিয়ে মিটিংও করা হয়েছে বলে জানান তিনি।
এলাকারই বাসিন্দা তথা এখানে যিনি রান্না করেন তাঁর এক আত্মীয় আসিনা বিবি বলেন, “৯ বছর হয়ে গেল এখানে খিচুড়ি রান্না হচ্ছে। কখনও তো এরকম কিছু ঘটনা ঘটেনি। কীভাবে কী হল বুঝতেই পারছি না। রান্নার জন্য জল আনতে যেতে হয় অনেকটা ঘুরে। রান্না চাপিয়েই তো তা আনতে যেতে হয়। উপর থেকে সে সময় টিকটিকি পড়ে গিয়েছে কি না তো বুঝতে পারছি না।” এর আগে বীরভূম, মেদিনীপুরে মিড ডে মিলে সাপ পাওয়া গিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল টিকটিকি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।