Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram : কেন নাম নেই আবাস যোজনায়? প্রশ্ন করতেই তৃণমূল কর্মীর বুকে ঘুষি মারার অভিযোগ, কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান

Nandigram : যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৭ নম্বর সামসাবাদ অঞ্চল প্রধান হরেকৃষ্ণ মণ্ডল।

Nandigram : কেন নাম নেই আবাস যোজনায়? প্রশ্ন করতেই তৃণমূল কর্মীর বুকে ঘুষি মারার অভিযোগ, কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 11:51 PM

নন্দীগ্রাম: পঞ্চায়েত ভোটের (Panchayat Elections) আগে রাজ্যের নানা প্রান্তে আবাস যোজনায় (Awas Yojona) দুর্নীতির অভিযোগ সামনে আসছে। সার্ভেতে গেলে কখনও আশাকর্মীদের মারধর আবার কখনও উচ্চ পদস্থ সরকারি আধিকারিককে মারধরের অভিযোগও সামনে এসেছে। এবার আবাস যোজনার তালিকায় নাম বাদ দেওয়ার কারণ জানতে গিয়ে নন্দীগ্রামে আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী। অভিযোগ, এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধানের অনুগামীরাই সামসাবাদ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিরুল খানকে মারধর করেছেন। গুরুতর আহত অবস্থায় তিনি নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর নন্দীগ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। 

অভিযোগ, আমিরুলের ভাইয়ের স্ত্রী সাজিনা খাতুনের নাম ছিল আবাস যোজনার তালিকায়। কিন্তু সার্ভের পর তালিকা থেকে নাম বাদ দেওয়ার কারণ জানতে সোমবার পঞ্চায়েত অফিসে গিয়েছিল আমিরুল। কেন নাম বাদ দেওয়া হয়েছে প্রশ্ন করতেই প্রধান তার লোকজন নিয়ে তার ওপর হামলা চালায় বলে অমিরুলের অভিযোগ। আক্রান্তের ভাই আহেশান খান বলেন, “আমার স্ত্রীর নাম আবাস যোজনার তালিকায় কেন নেই প্রশ্ন করতে একজন আমার ভাইয়ের বুকে জোরে ঘুঁসি মারে। বুকে খুব আঘাত পেয়েছে ও। ওর চিকিৎসা চলছে।”

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৭ নম্বর সামসাবাদ অঞ্চল প্রধান হরেকৃষ্ণ মণ্ডল। তিনি বলেন, “আজ ছুটি সত্বেও পঞ্চায়েত অফিসে কাজ হচ্ছিল। এক ব্যক্তি হঠাৎ করে অফিসে ঢুকে কেন নাম বাদ দেওয়া হয়েছে জানতে চান। আমি জানাই সার্ভের পর বিডিও ম্যাডামের নির্দেশে নাম বাদ দেওয়া হয়েছে। উনি কোন কথা শুনতে চাননি। এরপর খবর পেয় কয়েকজন সদস্য এসে ওনাক অফিস থেকে চলে যেতে বলেন। উনি চলেও যান। পরে শুনলাম উনি বুকে আঘাত পেয়েছেন। আমি বিডিও ম্যাডামকে সমস্ত ঘটনার কথা জানিয়েছি।”