Purulia Deadbody Recover: বৃদ্ধা স্ত্রী-র দেহ আগলে বৃদ্ধ স্বামী, দুর্গন্ধ বের হতেই সমাধান রহস্যের
Purulia Deadbody Recover: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষক পঙ্কজ সেনগুপ্ত এবং তাঁর স্ত্রী শিখা সেনগুপ্ত থাকতেন। এ দিন বাড়ির রান্নাঘরের দরজার পাশে শিখা দেবীর মৃতদেহ পড়েছিল।
পুরুলিয়া: বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার। সোমবার বিকেলে পুরুলিয়া শহরের দু’নম্বর ওয়ার্ডের মুন্সেফ ডাঙা এলাকায় তাঁর দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে খবর দেন এলাকার কাউন্সিলর ও পুরুলিয়া থানায়। বিকেলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষক পঙ্কজ সেনগুপ্ত এবং তাঁর স্ত্রী শিখা সেনগুপ্ত থাকতেন। এ দিন বাড়ির রান্নাঘরের দরজার পাশে শিখা দেবীর মৃতদেহ পড়েছিল। মৃতার স্বামী তথা অবসরপ্রাপ্ত শিক্ষকের দাবি, গত রাতেই বাথরুমে যেতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে শিখা দেবীর। যদিও গত কালকের মৃত্যুর কয়েক ঘণ্টা পরই কেন দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এ বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি স্বামী।
স্থানীয় বাসিন্দা এবং পুলিশের প্রাথমিকভাবে অনুমান,কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে শিখা দেবীর। স্থানীয় কাউন্সিলর আবীর সেনগুপ্ত অবশ্য জানান, “বৃদ্ধ পঙ্কজবাবু মানসিক ভাবে অসুস্থ । তিনি পাড়ার লোকেদের সঙ্গেও সেভাবে যোগাযোগও রাখতেন না।” গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।