Purulia Station: চলন্ত ট্রেনে তিন বান্ধবীর ভয়ঙ্কর কাণ্ড! সিসিটিভিতে ধরা পড়ল সবটা…

Purulia: প্রাথমিক শুশ্রূষার পর তাদের ভর্তি করা হয় পুরুলিয়া সদর হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত বিপন্মুক্ত তারা।

Purulia Station: চলন্ত ট্রেনে তিন বান্ধবীর ভয়ঙ্কর কাণ্ড! সিসিটিভিতে ধরা পড়ল সবটা...
সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে মুহূর্ত।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2023 | 8:42 PM

পুরুলিয়া: চলন্ত ট্রেন থেকে একে একে ঝাঁপ দিল তিন ছাত্রী। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়া (Purulia) স্টেশনে। রবিবার সকালে ঘটনাটি ঘটে পুরুলিয়া স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে। পুরুলিয়া আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ওই তিন ছাত্রী উচ্চমাধ্যমিক পাশ করার পর মেদিনীপুরে পঠনপাঠন সংক্রান্ত কোনও কারণেই তারা যাচ্ছিল। কোনওভাবে ভুল ট্রেনে উঠে পড়ে ওরা তিনজন। এরপরই ঘটে এই বিপত্তি। ট্রেন গতি নিয়ে নেওয়ার পরই ওরা বুঝতে পারে ভুল ট্রেনে উঠে পড়েছে। এরপরই ট্রেন থেকে লাফিয়ে নামতে যায় তারা। লাফ দিতে গিয়ে স্বভাবতই পড়ে যায়। দুই ছাত্রীর যথেষ্ট আঘাতও লাগে। যদিও সে সময় প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএফ কর্মীরা তাদের রেল লাইন থেকে নিরাপদ দূরত্বে নিয়ে যায়।

প্রাথমিক শুশ্রূষার পর তাদের ভর্তি করা হয় পুরুলিয়া সদর হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত বিপন্মুক্ত তারা। রেল পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রীরা শিক্ষা সংক্রান্ত কোনও কাজে মেদিনীপুর যাচ্ছিল। পুরুলিয়া থেকে মেদিনীপুরে যাওয়ার ট্রেন বদল করার সময় ভুল করে হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জারে উঠে পড়ে।

এদিকে ট্রেন ছেড়ে দিলে হঠাৎই এক ছাত্রী বুঝতে পারে ভুল ট্রেনে উঠে পড়েছে তারা। এরপরই তিনজন হইহই করে ছুটে আসে গেটের সামনে। কোনও কথা বলার আগেই একজন লাফ দেয় ট্রেন থেকে। হুড়মুড়িয়ে গিয়ে প্ল্যাটফর্মে পড়ে সে। প্ল্যাটফর্মের সিসিটিভি ফুটেজে এরপরে যে দৃশ্য দেখা গিয়েছে তা আরও ভয়ঙ্কর! গতি আরও বাড়িয়েছে ট্রেনটি। আরেকটু এগোতেই আরও এক ছাত্রীর ঝাঁপ। ট্রেন আরও কিছুটা এগোতে ঝাঁপ তৃতীয়জনের।

পরপর তিন ছাত্রীর ঝাঁপ।

হইহই শুরু হয়ে যায় প্ল্যাটফর্মে। ছুটে আসে রেল পুলিশ। সে সময় কর্তব্যরত ছিলেন আরপিএফের মহিলা কনস্টেবল পল্লবী বিশ্বাস, মমতা কুমারী। ছুটে আসেন তাঁরা। ছিলেন হেড কনস্টেবল সন্তোষ কুমারও। সঙ্গে সঙ্গে ওই ছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিন ছাত্রী নিজেরাও ভয় পেয়ে গিয়েছে এই ঘটনার পর।