Electricity Service : প্রবল ঝড়-বৃষ্টিতেও কাটবে ছিঁড়বে না তার, শীঘ্রই শুরু হচ্ছে ১ লক্ষ ৩২ হাজার কিলোমিটার এভি কেবল পাতার কাজ

Electricity Service : উন্নত বিদ্যুৎ পরিষেবার লক্ষ্যে বড় উদ্যোগ, শীঘ্রই শুরু হচ্ছে ১ লক্ষ ৩২ হাজার কিলোমিটার এভি কেবল পাতার কাজ।

Electricity Service : প্রবল ঝড়-বৃষ্টিতেও কাটবে ছিঁড়বে না তার, শীঘ্রই শুরু হচ্ছে ১ লক্ষ ৩২ হাজার কিলোমিটার এভি কেবল পাতার কাজ
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2023 | 1:06 PM

পুরুলিয়া : আগামীদিনে রাজ্যে বদলে যেতে চলেছে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা (Electricity Service)। আরডিএসএস প্রকল্পে মোট ১ লক্ষ ৩২ হাজার কিলোমিটার এভি কেবল পাতা হবে। পুরুলিয়ায় বিদ্যুৎ কর্মীদের নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানে এসে এমন কথা বললেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেডের চিফ ইঞ্জিনিয়ার (ডিসট্রিবিউশন) সুমিত মুখোপাধ্যায়। শনিবার পুরুলিয়ার রবীন্দ্রভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ বিভাগের শ্রমিকদের জন্য সচেতনতামূলক একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই আগামীদিনে রাজ্যে বিদ্যুৎ বণ্টনের ধরণ সম্পূর্ণ বদলে যাওয়ার কথা বলেন তিনি। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে রিভাম্পড  ডিসট্রিবিউশন সেক্টর স্কিম নামে এই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। 

এ প্রসঙ্গে তিনি বলেন, “এখন যে খোলা তার রয়েছে তা কেবল দিয়ে প্রতিস্থাপিত হবে। এতে দুর্যোগ হলে দুর্ঘটনার সম্ভাবনা অনেক কমবে। তার ছিঁড়ে পড়ার সম্ভাবনা অনেক কমবে। গাছপালার ডালে লেগে শর্ট সার্কিট হবার সম্ভাবনা থাকবে না। বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত হবে।” এদিন পুরুলিয়া জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি নিয়েও বার্তা দেন তিনি। এদিকে জেলার পাহাড়ি এলাকাগুলিতে দিনদিন পর্যটক সমাগমের পরিমাণও অনেকটাই বেড়ে গিয়েছে। তবে থাকার জায়গাগুলিতে বিদ্যুতের সমস্যা বাড়িয়েছে চিন্তা। গ্রীষ্মে কালবৈশাখীর জেরে সন্ধ্যার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে পরদিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। রাতেই সারাইয়ের কাজ সিংহভাগ সময়েই করা যায় না। এই অভিযোগ এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের।

যদিও এ বিষয়টি স্বীকার করে সুমিতবাবু বলেন, গ্রামাঞ্চলে রাতের দিকে মোবাইল ভ্যানের ব্যবস্থা নেই। তবে এই সমস্যার যাতে সুরাহা করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে শনিবার বিদ্যুৎ দফতরের ঠিকা শ্রমিকদের জন্য বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় পুরুলিয়া জার্নালিস্টস ক্লাব এবং ডব্লু বি এস ই ডি সি এল কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।