এত কম বেকার? রাজ্যের মন্ত্রীকেই তোপ দাগলেন ‘অখুশি’ সাধন

"বীরভূমে কি বেকার নেই?" সরকারি অনুষ্ঠানের মঞ্চে এক মন্ত্রীর কাজে খুশি না হয়ে প্রশ্ন করছেন আরেক মন্ত্রী। রাজ্যে এমন দৃশ্য নজিরবিহীন বলা চলে।

এত কম বেকার? রাজ্যের মন্ত্রীকেই তোপ দাগলেন 'অখুশি' সাধন
ছবি- ফেসবুক
Follow Us:
| Updated on: Feb 03, 2021 | 10:48 PM

বীরভূম: সরকারি প্রকল্পের কাজ হয়নি। যা নিয়ে প্রকাশ্য মঞ্চেই রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন রাজ্যের আরেক মন্ত্রী। সেই প্রসঙ্গেই তাঁর অবাক প্রশ্ন, ‘জেলায় বেকার নেই?’

বীরভূমে রাজ্য সরকারের ‘মুক্তিধারা’ নামক প্রকল্প সেভাবে জনপ্রিয়তা পায়নি। যা নিয়ে খুশি নন সংশ্লিষ্ট ক্রেতা সুরক্ষা ও স্বর্নীভর গোষ্ঠী দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে। বুধবার প্রকাশ্য মঞ্চ থেকে অসন্তোষ প্রকাশের পাশাপাশি আরেক রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিংকে অবাক প্রশ্ন করেন তিনি। জানতে চান, “বীরভূমে কি বেকার নেই?” সরকারি অনুষ্ঠানের মঞ্চে এক মন্ত্রীর কাজে খুশি না হয়ে প্রশ্ন করছেন আরেক মন্ত্রী। রাজ্যে এমন দৃশ্য নজিরবিহীন বলা চলে।

নিজস্ব চিত্র

এদিন বীরভূমের বোলপুরে ডাকবাংলো মাঠে শুরু হয়েছে সবলা মেলা। প্রায় ৯ দিন চলবে এই মেলা। বুধবার এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। হাজির ছিলেন মৎস মন্ত্রী চন্দ্রনাথ সিংও। একই সঙ্গে বোলপুরের সাংসদ অসিত মাল, জেলাশাসক বিজয় ভারতী, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আধিকারিকদের সামনে রেখে সাধন বলেন, বীরভূম জেলায় সাড়ে ৫ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর গ্রুপ রয়েছে। একে ১১ লক্ষে নিয়ে যেতে হবে৷ এরপরেই বীরভূম জেলায় সংশ্লিষ্ট দফতরের মুক্তিধারা নামক প্রকল্পের কাজে নিজের ক্ষোভের কথা জানান মন্ত্রী সাধন৷ ২৫ জন সুপারভাইজারকে মঞ্চে ডেকে অভিযোগ করেন, জেলায় বেকারত্বের তালিকা সঠিকভাবে তৈরি করতে পারছেন না তাঁরা৷ এই নিয়ে বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মৎস মন্ত্রী চন্দ্রনাথ সিংকে প্রশ্ন ছুড়ে দেন সাধন৷ বলেন, “বীরভূম জেলায় বেকার নেই? বেকারের যে তালিকা সুপারভাইজার দিয়েছে তাতে আপনি খুশি চন্দ্রনাথবাবু?”

আরও পড়ুন: বাংলায় রেল কী পেল! নির্মলার বাজেট থেকে কত টাকা বরাদ্দ হল?

এহেন প্রশ্নের মুখে কিছুটা হলেও অপ্রস্তুত দেখায় মৎস মন্ত্রীকে। তবে প্রকাশ্য মঞ্চে রাজ্যের এক মন্ত্রীর কাজ নিয়ে আরেক মন্ত্রী প্রশ্ন তোলায় ফিসফাস শুরু হয়েছে জেলা তৃণমূলের অন্দরে।

আরও পড়ুন: গরুপাচারের সব তথ্য ফাঁস করতে আঘধণ্টা সময় চাইল এনামুল