বীরভূমে বন্দুকের নলে বিজেপির সভা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিসের সম্বল টিয়ার গ্যাস
নানুর শিমুলিয়া সহ ইলামবাজারে বিজেপ কর্মীদের বাস আটক করা হয়। চলে ইটবৃষ্টিও। ভাঙচুর হয় একাধিক গাড়ি। ইটবৃষ্টি করা হয় পুলিসের উপরেও। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিস।
TV9 বাংলা ডিজিটাল: ২১’-এর নির্বাচনের (West Bengal Assembly Election 2021) আগে বুধবার বিজেপির রাজনৈতিক সভা ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল বীরভূম চত্বর(Birbhum)। গুলিগোলার পাশাপাশি বোমাও পড়ল রাজ্য সভাপতি দিলীপের সভায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সভায় নামল বিশাল পুলিস বাহিনী।
পূর্ব কর্মসূচি অনুযায়ী, সিউড়িতে বিজেপির(BJP) সভায় বুধবার নানা স্থান থেকে বিজেপি কর্মীদের আমন্ত্রণ জানানো হয়। সেই মতো সভায় যোগ দিতে এসেছিলেন অনেকে। কিন্তু, সভায় ঢোকার আগেই তৃণমূল কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বলে অভিযোগ স্থানীয় বিজেপি কর্মীদের। চলে গুলি। পাল্টা আক্রমণে নামে বিজেপি দলের সদস্যরা। নানুরের শিমুলিয়া গ্রামে গোলাগুলি চললে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভীক মণ্ডল নামে এক বিজেপি কর্মী আহত হয়।
আরও পড়ুন : অভিষেকের সভায় অনুপস্থিত মৌসম বেনজরি নুর, শুরু জল্পনা
এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে জেলার একাধিক এলাকা। নানুর শিমুলিয়া সহ ইলামবাজারে বিজেপ কর্মীদের বাস আটক করা হয়। চলে ইটবৃষ্টিও। ভাঙচুর হয় একাধিক গাড়ি। ইটবৃষ্টি করা হয় পুলিসের উপরেও। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিস।
বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) জানিয়েছেন,বীরভূমে এ ঘটনা নতুন নয়। তিনি আরও বলেন, “এখানে সভা করতে দেওয়া হয়না। হামলা চলে বিভিন্ন সময়ে। আমাদের কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এই অত্যাচার মানুষ সহ্য করবে না।” যদিও, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। জেলা পুলিস সুপার শ্যাম সিংহ জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিস মোতায়েন করা হয়েছে। এই মামলায় কয়েকজনকে আটকও করেছে বীরভূম জেলা পুলিস। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিস।