অভিষেকের সভার পরই মালদা জুড়ে শুভেন্দুর পোস্টার ‘দাদা’র অনুগামীদের!

ইতিমধ্যেই এই পোস্টারগুলি নিয়ে খোঁজখবর শুরু করেছেন তৃণমূল নেতৃত্ব। কারা পোস্টারগুলি দিলেন, আর কারা 'দাদা'র অনুগামী তা চিহ্নিতকরণের কাজ চলছে।

অভিষেকের সভার পরই মালদা জুড়ে শুভেন্দুর পোস্টার 'দাদা'র অনুগামীদের!
অভিষেকের সভার পরই মালদা জুড়ে শুভেন্দুর পোস্টার 'দাদা'র অনুগামীদের!
Follow Us:
| Updated on: Nov 30, 2020 | 8:35 AM

TV9 বাংলা ডিজিটাল: মন্ত্রিত্ব থেকে শুভেন্দু অধিকারীর ইস্তফার পর মালদায় সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তার পরই মালদা জেলা জুড়ে পড়ল শুভেন্দু পোস্টার (Suvendu Adhikari’s poster in Malda)। রবিবার মালদার হরিশ্চন্দ্রপুরের বাসস্ট্যান্ড, শহিদ মোড় এলাকায় শুভেন্দুর ছবি -সহ ফ্লেক্স, পোস্টার দেখা যায়। এটা যে অভিষেকের সভার পাল্টা জবাব দিতে ‘দাদা’ অনুগামীদেরই কাজ, তা স্পষ্ট রাজনৈতিক মহলের কাছে।

সবচেয়ে উল্লেখ্য, ফ্লেক্স, পোস্টারগুলিতে (Suvendu Adhikari’s poster in Malda) লেখা রয়েছে, “দাদার মতই মত, দাদার পথেই পথ।” ২০১৫ সাল থেকে মালদহে তৃণমূলের পর্যবেক্ষক পদে ছিলেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: অভিষেকের সভায় অনুপস্থিত মৌসম বেনজরি নুর, শুরু জল্পনা

সূত্রের খবর, ইতিমধ্যেই এই পোস্টারগুলি নিয়ে খোঁজখবর শুরু করেছেন তৃণমূল নেতৃত্ব। কারা পোস্টারগুলি দিলেন, আর কারা ‘দাদা’র অনুগামী তা চিহ্নিতকরণের কাজ চলছে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।