গেরুয়া ডিজিটাল প্লেটে শীলভদ্র লিখলেন ‘বন্ধু দেখা হবে’
মঙ্গলবারই শীলভদ্র আরও একবার স্পষ্ট করে দেন, একুশের ভোটে তিনি লড়বেন না। এবং নিজের সিদ্ধান্ত থেকে কেউ তাঁকে নড়াতে পারবে না।
TV9 বাংলা ডিজিটাল: সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে সম্প্রতি বেশ কয়েকবার শিরোনামে উঠে এসেছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। এবার গেরুয়া ডিজিটাল প্লেটে তাঁর পোস্ট ‘বন্ধু দেখা হবে’। বুধবারের বিকেলে তাঁর এই বক্তব্য ঘিরে সরগরম রাজ্য় রাজনীতি।
বেশ কিছুদিন ধরেই জল্পনা উস্কে দিচ্ছিল তৃণমূলের এই বর্ষীয়ান বিধায়কের ফেসবুক পোস্টগুলি। দল এবং তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে তিনি যে খুব একটা সন্তুষ্ট নন, তাঁর ‘দেওয়াল লিখনে’ বারবার সে আভাস মিলছিল। এরইমধ্যে মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করতে যান টিম পিকের সদস্যরা। যা মোটেই ভালভাবে নেননি তিনি। প্রকাশ্যে জানান, পিকের লোক না এসে যদি দলের কেউ তাঁর কাছে যেত, তিনি খুশি হতেন।
Posted by Silbhadra Datta on Wednesday, December 2, 2020
পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি শীলভদ্র দত্তর সঙ্গে দেখা করতে যান উত্তর ২৪ পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্য়োতিপ্রিয় মল্লিক। যদিও ব্যারাকপুরের বিধায়কের দেখা পাননি তিনি। মঙ্গলবারই শীলভদ্র আরও একবার স্পষ্ট করে দেন, একুশের ভোটে তিনি লড়বেন না। এবং নিজের সিদ্ধান্ত থেকে কেউ তাঁকে নড়াতে পারবে না।
আরও পড়ুন: ‘ক্ষুব্ধ’ শুভেন্দুর মেসেজ সৌগতকে, ‘কেন সংবাদমাধ্যমে এলো ব্যক্তিগত আলোচনা?’
এরইমধ্যে বুধবার সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পোস্ট নিয়ে নতুন করে আলোড়ন পড়ে যায়। প্রায় এক মাস আগে শীলভদ্র পরিষ্কার করে দিয়েছিলেন, তিনি আর ভোটে দাঁড়াবেন না। বলেছিলেন, বাইরে থেকে ভাড়াটে লোকজন এসে তাঁকে জ্ঞান দিলে তিনি তা মেনে নিতে পারবেন না।