‘ট্যালেন্ট শো’তে সুযোগ পাইয়ে দেওয়ার নামে বিহারে পাচার, উদ্ধার এক নাবালিকা-সহ ৬

গত ১ জানুয়ারি  ওই নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে অপহরণ ও পাচারের মামলা রুজু করে ডায়মন্ড হারবার থানার পুলিস।

'ট্যালেন্ট শো'তে সুযোগ পাইয়ে দেওয়ার নামে বিহারে পাচার, উদ্ধার এক নাবালিকা-সহ ৬
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jan 11, 2021 | 6:56 PM

দক্ষিণ ২৪ পরগনা: ‘ট্যালেন্ট শো’তে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা। বিহারে পাচার হয়ে যাওয়া এক নাবালিকা-সহ পাঁচ বাঙালি তরুণীকে উদ্ধার করে আনল ডায়মন্ডহারবার (Diamond Harbour) থানার পুলিস। সোমবার বিহারের ইস্ট চম্পারণ এলাকার চ্যাইনপুর থেকে তাঁদের উদ্ধার করা হয়।

জানা গিয়েছে, মাস তিনেক আগে ডায়মন্ড হারবারের রামচন্দ্রপুরের এক নাবালিকাকে নাচের ‘ট্যালেন্ট শো’তে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে বিহারে নিয়ে যায় এক মহিলা। সেখানে তাকে কেন্দুয়ার চ্যাইনপুরের আটকে রাখা হয়। অভিযোগ, ইচ্ছার বিরুদ্ধে তাকে সেখানকার বিভিন্ন জায়গায় জলসায় নাচ করানো হত ।

গত ১ জানুয়ারি  ওই নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে অপহরণ ও পাচারের মামলা রুজু করে ডায়মন্ড হারবার থানার পুলিস। কিছুদিন আগেই পাচার হয়ে যাওয়া আরও এক তরুণীর মোবাইল থেকে বাড়ির  নম্বরে ফোন করে সব জানায় ওই নাবালিকা। সেই নম্বরের সূত্র ধরেই পুলিস জানতে পারে তাদের আস্তানা।

পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহিলা থানার ওসি অমৃতা পাখিরাদাসের নেতৃত্বে বিশেষ একটি টিম গঠন করা হয়। ওই মোবাইল নম্বরের টাওয়ার লোকেশনের সূত্র ধরে তদন্তকারী অফিসার বাদল বোসের নেতৃত্বে পুলিসের একটি দল বিহারে পৌঁছয়।

আরও পড়ুন: বাইক ছিনতাইয়ে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ যুবক

বিহার পুলিসের সাহায্যে গত শনিবার রাতে চ্যাইনপুর এলাকার সেই গোপন আস্তানায় তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া প্রত্যেকেই ডায়মন্ড হারবারের গুরুদাশনগর, বোড়ে ও কুলতলির বিভিন্ন এলাকার বাসিন্দা।  তাদের মধ্যে একজন নাবালিকা, বাকিদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তবে এই চক্রের সঙ্গে জড়িত কাউকেই এখনও খুঁজে পায়নি পুলিস। তাদের খোঁজে তল্লাশি চলছে।  জেলা পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উদ্ধার নাবালিকা ও তরুণীদের থেকে পাওয়া তথ্য ধরে অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।’