Basanti: ‘আমার স্বামী যুব করে বলে মাদারের লোকজন মেরেছে’, বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ

TMC: হায়বতের মাথায় ও মুখে আঘাত লেগেছে বলে অভিযোগ। ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

Basanti: 'আমার স্বামী যুব করে বলে মাদারের লোকজন মেরেছে', বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ
বাসন্তীতে যুব তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2021 | 1:28 PM

দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীতে যুব তৃণমূল (Trinamool) কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। অভিযোগের আঙুল দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত যুব তৃণমূল কর্মীকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এই ঘটনায় অভিযুক্তদের কোনও বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে তৃণমূলের মূল সংগঠনের তরফে দাবি করা হয়েছে, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। নিছক গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাসন্তী বাজার থেকে কলতলা এলাকায় নিজের বাড়িতে ফিরেছিলেন যুব তৃণমূল কর্মী হায়বত লস্কর। এরপরই তাঁর বাড়িতে চড়াও হন কয়েকজন। সেই দলে চার-পাঁচজন ছিলেন। অভিযোগ, তাঁরা প্রত্যেকেই মূল তৃণমূলের লোকজন।

অভিযোগ, বাড়ির মধ্যে ঢুকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন হায়বতকে। মারধরের হাত থেকে স্বামীকে উদ্ধার করতে যান হায়বতের স্ত্রী রুপিয়া লস্কর। অভিযোগ, তাঁকেও বেধড়ক মারধর করা হয়। এরপর স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় ওই যুব কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান।

হায়বতের মাথায় ও মুখে আঘাত লেগেছে বলে অভিযোগ। ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ঘটনার বিষয়ে বাসন্তী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জখম হায়বতের পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

রুপিয়া লস্করের অভিযোগ, “বাইরে থেকে আমার স্বামী সবে বাড়ি ঢুকেছে। চার পাঁচজন বাড়িতে চড়াও হয়। ওরা আমার স্বামীকে টেনে হিঁচড়ে বাইরে বের করে নিয়ে যায়। বেধড়ক মারধর করে। লাঠি দিয়ে মারছিল ওকে। যুব তৃণমূল করে বলে ওকে মার খেতে হল। যারা মেরেছে ওরা মাদার তৃণমূলের সদস্য। আমি ঠেকাতে যাই বলে আমাকেও মারে ওরা। আমি বাসন্তী থানায় পুরো বিষয়টা জানিয়েছি। সাইদুল, জাইদুল লস্কর, মিজান লস্কর ছিল ওই চার পাঁচজনের মধ্যে। রাজনীতির হিংসার শিকার হল আমার স্বামী। ও যুব করে বলেই এই আক্রমণ।”

স্থানীয় এক ব্যক্তি জানান, “হঠাৎ শুনি চিৎকার চেঁচামেচি। আমরা ছুটে যাই। গিয়ে শুনলাম হায়বত লস্করের মাথা ফেটে গিয়েছে। ও মাটিতে পড়ে রয়েছে। এর পর আমরা ওখানেই ছিলাম। আমরাই তুলে হাসপাতালে নিয়ে আসি।”

যদিও এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেই দাবি বাসন্তী ব্লকের তৃণমূল নেতা আব্দুল মান্নান ওরফে মন্টু গাজির। মন্টু গাজি বলেন, “এই ঘটনার পিছনের কোনও রাজনীতি বিষয়ই নেই।” এলাকার কোনও গোলমাল থেকে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে দাবি তাঁর। একই সঙ্গে মন্টু গাজি দাবি করেন, তৃণমূলের কোনও গোষ্ঠী বলে কিছু নেই। সকলেই একই সংগঠনের ছায়ায় রয়েছে। এখানে ভাগাভাগির জায়গাই নেই।

আরও পড়ুন: Mukul Roy: বিভিন্ন রাজ্যের পিএসি চেয়ারম্যানের বৈঠক, কী করবেন মুকুল? নজর সেদিকেই