Bhangar: ইতিহাস পরীক্ষা শেষ হতেই বিকট আওয়াজ, ভাঙড়ের স্কুলে ছড়িয়ে পড়ল বোমাতঙ্ক

Bhangar: ঘটনাস্থল ভাঙড়। সেখানে ভাঙড়ের হাইস্কুলে ছড়িয়ে পড়ল বোমাতঙ্ক। আজ উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল। সেই পরীক্ষা শেষ হওয়ার পরই বোমার আওয়াজে কেঁপে ওঠে স্কুল চত্বর। বাথরুম থেকেই প্রচন্ড আওয়াজ এসেছে বলে জানতে পারা গিয়েছে।

Bhangar: ইতিহাস পরীক্ষা শেষ হতেই বিকট আওয়াজ, ভাঙড়ের স্কুলে ছড়িয়ে পড়ল বোমাতঙ্ক
বোমাতঙ্ক ছড়াল স্কুলেImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 27, 2024 | 3:00 PM

ভাঙড়: পরীক্ষা শেষ। সকলেই ব্যাগ গোছাতে ব্যস্ত। হঠাৎ বাথরুম থেকে এল বিকট একটা শব্দ। আতঙ্কে হইচই পড়ে গেল স্কুলের ভিতরে। স্কুল গেট থেকে বেরিয়ে আসার জন্য কার্যত ধস্তাধস্তি বেধে যায়। সব ছাত্রছাত্রীদের মুখে একটাই কথা। ‘নিশ্চয় বোমা, ওটা বোমের শব্দ’

ঘটনাস্থল ভাঙড়। সেখানে ভাঙড়ের হাইস্কুলে ছড়িয়ে পড়ল বোমাতঙ্ক। আজ উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল। সেই পরীক্ষা শেষ হওয়ার পরই বোমার আওয়াজে কেঁপে ওঠে স্কুল চত্বর। বাথরুম থেকেই প্রচন্ড আওয়াজ এসেছে বলে জানতে পারা গিয়েছে। এমনকী ঘটনাস্থল থেকে বোমার সুতলি মিলেছে বলে জানা গিয়েছে। স্কুলের বাথরুম থেকে শুরু করে ছড়ানো ছেটানো বিভিন্ন কাগজ। তাতে লেখাও রয়েছে অনেক কিছু। তবে বলা যাচ্ছে, ওই কাগজগুলি পরীক্ষার উত্তরপত্র কি না।

ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছছে ভাঙড় থানার পুলিশ। প্রাথমিক ভাবে অনুমান, কোনও ছাত্র পরীক্ষার শেষে এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয় এক বাসিন্দা সেলিমা বলেন, “একটা গম্ভীর আওয়াজ পেলাম। তারপর বুঝেছি বোমা পড়েছে। পরীক্ষা শেষ হওয়ার দশ মিনিট পরই আওয়াজ পেয়েছি। তবে ওইখানে কোন স্কুলের সিট পড়েছিল বলতে পারব না।”