Mid Day Meal: মিড ডে মিলে পোকা, স্কুলে অভিভাবকদের বিক্ষোভ
Mid Day Meal: অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি স্কুলে প্রায় খিচুড়ির মধ্যে ও ডালের মধ্যে পোকা দেখা যায়। বাধ্য হয়ে ছাত্র ছাত্রীদের সেই পোকাখিচুড়িই খেতে হয় বলে দাবি অভিভাবকদের। এই স্কুল থেকে ৭০ জন ছাত্র-ছাত্রীকে খাবার দাওয়া হয়। বহুবার বলা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনওরকম ব্যবস্থা নেয় না।
দক্ষিণ ২৪ পরগনা: অঙ্গনওয়াড়ি স্কুলে আবার মিড ডে মিলে পোকা! এবার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা গ্রাম পঞ্চায়েতের মণ্ডলপাড়ার একটি অঙ্গনওয়াড়ি স্কুলে। অভিযোগ তুলে সরব স্কুলের অভিভাবক ও এলাকাবাসীরা।
অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি স্কুলে প্রায় খিচুড়ির মধ্যে ও ডালের মধ্যে পোকা দেখা যায়। বাধ্য হয়ে ছাত্র ছাত্রীদের সেই পোকাখিচুড়িই খেতে হয় বলে দাবি অভিভাবকদের। এই স্কুল থেকে ৭০ জন ছাত্র-ছাত্রীকে খাবার দাওয়া হয়। বহুবার বলা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনওরকম ব্যবস্থা নেয় না। এই অঙ্গনওয়াড়ি রান্না যিনি করেন, তাঁর বক্তব্য, তিনি বহুবার স্কুলের শিক্ষিকাকে খিচুড়ির মধ্যে পোকার কথা বলেছেন কিন্তু শিক্ষিকা তাতে কর্ণপাত করেননি।
রাঁধুনির বক্তব্য, তাই বাধ্য হয়েই ছোট ছোট শিশুদের পোকা সমেত খিচুড়ি ডাল এসব খেতে দিতে বাধ্য হচ্ছেন তিনি। মঙ্গলবারও সেই মতো যখন খিচুড়ি রান্না হয়, তাতেও পোকা দেখা যায়। তার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এলাকার লোকজন স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। যদিও স্কুলের তরফ থেকে কোনও সঠিক উত্তর পাওয়া যায়নি।