Canning: পরনে তখনও ডায়পার, খুবলে গিয়েছে কপাল! বাড়ির লোকই দুই সদ্যোজাতকে ফেলল ঝোপে
Canning: ক্যানিং মহাকুমা হাসপাতাল আর ঠিক তার পাশের মাতৃমা হাসপাতাল লাগোয়া ঝোপের মধ্যে সদ্যোজাত শিশুর দেহদুটি পড়েছিল
দক্ষিণ ২৪ পরগনা: কয়েক পা দূরে হাসপাতাল। সকালে ঝোপের ধারের রাস্তা দিয়েই ‘শর্ট কাটে’ হাসপাতালে যান রোগীর পরিবারের সদস্যরা। তাঁদেরই নজরে প্রথম বিষয়টি পড়ে। একটা ছেঁড়া ন্যাকড়ার মধ্যে কিছু যেন পেঁচিয়ে রাখা ছিল। আর তার ওপর দিয়ে মাছি ভন্ ভন্ করে ঘুরছে। তাঁদেরই মধ্যে অত্য়ুৎসাহী কয়েকজন কাছে গিয়ে বিষয়টি দেখেন। ক্যানিং মহকুমা হাসপাতালের অদূরে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় দুটি সদ্যোজাত শিশুর দেহ। পুলিশি তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিং মহাকুমা হাসপাতাল আর ঠিক তার পাশের মাতৃমা হাসপাতাল লাগোয়া ঝোপের মধ্যে সদ্যোজাত শিশুর দেহদুটি পড়েছিল। রোগীর পরিজনদের মুখ থেকে খবর পৌঁছয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও।
কীভাবে ওই দু’টি শিশুর দেহ এল, তা নিয়ে সন্ধিহান হয়ে পড়েন হাসপাতালের কর্মীরাও। মাতৃমা হাসপাতালেও প্রসূতি মায়েদের প্রসব করানো থেকে শিশুদের চিকিৎসার করা হয়। ফলে সেই হাসপাতাল সংলগ্ন এলাকায় দু’টি সদ্যোজাতর মৃতদেহ উদ্ধার হওয়ায় উঠেছে প্রশ্ন। খবর পেয়ে ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছেছে ক্যানিং থানার পুলিশ।
যদিও পরে জানা যায়, গোসাবার শম্ভুনগর পঞ্চায়েত এলাকার এক প্রসূতি মেনকা সর্দার বৃহস্পতিবার মাতৃমা হাসপাতালে যান। তিনি যমজ সন্তানের জন্ম দেন। কিন্তু তাঁর দুটি সন্তানই মৃত ছিল। পরে জানা যায়, বাড়ির লোকজন শিশু দু’টির দেহ রাতের অন্ধকারে ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে ক্যানিং থানার পুলিশ।