Pujoy Pulse: বাতাবি লেবু দিয়ে মাতৃ-প্রতিমা তৈরি করে তাক লাগালেন বিউটিশিয়ান
Pujoy Pulse: ব্রততী কামার পেশায় বিউটিশিয়ান। নিজের পার্লার রয়েছে। তা ছাড়া সাজগোজের প্রশিক্ষণও দেন। তাঁর হাতের ছোঁয়ায় সেজে ওঠেন নববধূরা। ব্রততীর বাড়ি গাছে বহু বাতাবি লেবু হয়েছিল। যা দেখে কিছু নতুন কিছু বানানোর পরিকল্পনা মাথায় আসে তাঁর। যেহেতু পুজো। আর আটকায় কে?
কাকদ্বীপ: আজ ষষ্ঠী। মায়ের বোধন। উৎসবে মেতেছে গোটা বাংলা। আর সেখানেই গাছের থেকে বাতাবি লেবু পেড়ে দুর্গা প্রতিমা তৈরি করলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ব্রততী কামার। শুনে অবাক হচ্ছেন?কীভাবে সম্ভব?
ব্রততী কামার পেশায় বিউটিশিয়ান। নিজের পার্লার রয়েছে। তা ছাড়া সাজগোজের প্রশিক্ষণও দেন। তাঁর হাতের ছোঁয়ায় সেজে ওঠেন নববধূরা। ব্রততীর বাড়ি গাছে বহু বাতাবি লেবু হয়েছিল। যা দেখে কিছু নতুন কিছু বানানোর পরিকল্পনা মাথায় আসে তাঁর। যেহেতু পুজো। আর আটকায় কে?
মাটির কলসি আর বাতাবি লেবু দিয়ে গড়ে তুলেছেন দেবী দুর্গা। ব্রততীর ব্রত ছিল কোনও রকম প্রশিক্ষণ ছাড়াই দুর্গা তৈরি করবেন। গৃহবধূ বলেন, “সমস্ত কিছুর মধ্যেই মায়ের ফল-সবজি লুকিয়ে রয়েছে। লেবুর যে বীজ রয়েছে তা পরবর্তী প্রজন্ম তৈরি করবে। তাই এই লেবুর মাধ্যমে মাতৃরূপ ফুটিয়ে তুলেছি।”