Sonarpur Dacoity: চার দিনের মধ্যে সোনারপুরে সোনার দোকানে ডাকাতির কিনারা, উদ্ধার গয়না
Sonarpur Dacoity: পরে ওই বাইক চিহ্নিত করে হেলমেট দেখে ডাকাত দলকে ধরতে সক্ষম হয় পুলিশ।চারটি আগ্নেয়াস্ত্র এবং ৮ টি তাজা কার্তুজ। সেই সঙ্গে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে সোনা-রূপোর গহনা সহ নগদ ৩০ হাজার টাকা।
ক্যানিং: চার দিনের মধ্যেই সোনারপুর সোনার দোকানের ডাকাতির কিনারা করল পুলিশ। উদ্ধার সোনা রূপোর গয়না, নগদ টাকা ও আগ্নেয়াস্ত্র। চারদিনে সোনার দোকানের ডাকাতির কিনারা করল পুলিশ। সোনারপুরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গ্রেফতার পাঁচ। তাদেরকে জেরা করে পরে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে প্রথমে বাইক চিহ্নিত করে পুলিশ ।
পরে ওই বাইক চিহ্নিত করে হেলমেট দেখে ডাকাত দলকে ধরতে সক্ষম হয় পুলিশ।চারটি আগ্নেয়াস্ত্র এবং ৮ টি তাজা কার্তুজ। সেই সঙ্গে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে সোনা-রূপোর গহনা সহ নগদ ৩০ হাজার টাকা।
পুজোর মুখে সোনারপুরে একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ভরসন্ধ্যায় এক দল দুষ্কৃতী সোনার দোকানে ঢোকে। দোকানের কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে বেপরোয়া লুঠপাট চালায়। ‘অপারেশনের’ পর শূন্য গুলি চালাতে চালাতে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা। সোনারপুরের বারেন্দ্রপাড়ার সোনার দোকানে ডাকাতির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। চার দিনের মধ্যেই মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।