Kolkata Accident: ওভারটেকের ফল, মহেশতলায় ব্যক্তিকে পিষে দিল তেলের ট্যাঙ্কার

Kolkata Accident: জানা গিয়েছে, মৃত স্কুটি আরহীর নাম সঞ্জয় সেন (৪০)। তিনি পেশায় অটোচালক। পরিবারে স্বামী, স্ত্রী ও কন্যা সন্তান রয়েছে। আজ সকালে ঘটনাটি ঘটেছে মহেশতলায় বজবজ ট্রাঙ্ক রোডে মোল্লার গেট মোড়ে। একটি বাসকে ওভারটেক করতে যান সঞ্জয়বাবু।

Kolkata Accident: ওভারটেকের ফল, মহেশতলায় ব্যক্তিকে পিষে দিল তেলের ট্যাঙ্কার
পথ দুর্ঘটনায় মৃত্যু Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 6:09 PM

মহেশতলা: ফের মহেশতলায় পথ দুর্ঘটনা। একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বেপরোয়া গতিতে আসা তেলের ট্যাঙ্কারে ধাক্কা লেগে মৃত্যু হল স্কুটি চালকের। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁরে।

জানা গিয়েছে, মৃত স্কুটি আরহীর নাম সঞ্জয় সেন (৪০)। তিনি পেশায় অটোচালক। পরিবারে স্বামী, স্ত্রী ও কন্যা সন্তান রয়েছে। আজ সকালে ঘটনাটি ঘটেছে মহেশতলায় বজবজ ট্রাঙ্ক রোডে মোল্লার গেট মোড়ে। একটি বাসকে ওভারটেক করতে যান সঞ্জয়বাবু। সেই সময় বেপরোয়া গতিতে থাকা একটি তেলের ট্যাঙ্কার ধাক্কা মারে তাঁকে। স্কুটি থেকে ছিটকে পড়েন চালক।

দ্রুত স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোল্লার গেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানা ও জিনজিরা বাজার পুলিশ। তাঁরাই ট্যাঙ্কার চালককে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা বলেন, “একটা বাস যাত্রী নামাচ্ছিল। ট্যাঙ্কারটা এত জোরে চালাচ্ছিল বলার কিছু নেই। বাসটাকে ওভারটেক করে এসে ওকে মেরে দিল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।”