Garia: লিভ ইন পার্টনারকে খুনের চেষ্টা করে স্ত্রীর কাছে আশ্রয়! হল না শেষ রক্ষা
Garia: খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই পালিয়ে যায় বাবু। ফোন বন্ধ করে সোনারপুর, বারুইপুর এর বিভিন্ন এলাকায় থাকতে শুরু করে।
গড়িয়া: লিভ ইন পার্টনারকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিযুক্ত। নাম বাবু হালদার। বুধবার ভোররাতে গড়িয়া এলাকা থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। গড়িয়ায় বাসিন্দা মিতা গায়েনের সাথে যাতায়াতের পথে আলাপ হয় বাবুর। বাবু রাজপুর সোনারপুর পুরসভার অস্থায়ী কর্মী হিসেবে গড়িয়া ষ্টেশন বাসস্ট্যান্ডে কাজ করত। দু’জনের ফোন নম্বর আদান প্রদান হয়। প্রেম গভীর হলে তাঁরা দু’জনেই সংসার ছেড়ে এক সঙ্গে থাকা শুরু করেন।
বেশ কিছুদিন রাজপুর সোনারপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাঁরা। কিন্তু ইদানীং এই সম্পর্কের অবনতি হয়। মিতা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাতে চাইলে শুরু হয় ঝামেলা। প্রায়ই দু’জনের ঝামেলা হত। ২৪ শে নভেম্বর সন্ধ্যাবেলা ধারাল অস্ত্র দিয়ে মিতাকে একাধিকবার আঘাত করে। প্রাণে বাঁচতে মিতা দৌঁড়ে গিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নেন।
খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই পালিয়ে যায় বাবু। ফোন বন্ধ করে সোনারপুর, বারুইপুর এর বিভিন্ন এলাকায় থাকতে শুরু করে। এই ঘটনার পর স্ত্রীর সঙ্গে ফের যোগাযোগ শুরু হয় বাবুর। দাসপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে থাকতে শুরু করেন। মোবাইলের টাওয়ার লোকেশান দেখে দাসপাড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।